Jio Data Booster: মাত্র ১৯ টাকায় ১.৫ জিবি ডেটা!

Jio Data Booster: মাত্র ১৯ টাকায় ১.৫ জিবি ডেটা!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 12, 2023 | 8:16 PM

রিলায়েন্স জিও গ্রাহকদের জন্য নিয়ে সস্তার ২টি। জিও এনেছে প্রিপেড ডেটা বুস্টার প্যাক। সেই ২টি প্ল্যানের জন্য খরচ ১৯ টাকা ও ২৯ টাকা। ১৯ টাকার প্রিপেড প্ল্যানে পাবেন ১.৫ জিবি ডেটা। এছাড়াও ১৫ টাকার প্ল্যানে পাবেন ১ জিবি ডেটা। মাত্র ৪ টাকা বেশি খরচেই মিলবে ৫০০ এমবি অতিরিক্ত ডেটা।

রিলায়েন্স জিও গ্রাহকদের জন্য নিয়ে সস্তার ২টি। জিও এনেছে প্রিপেড ডেটা বুস্টার প্যাক। সেই ২টি প্ল্যানের জন্য খরচ ১৯ টাকা ও ২৯ টাকা। ১৯ টাকার প্রিপেড প্ল্যানে পাবেন ১.৫ জিবি ডেটা। এছাড়াও ১৫ টাকার প্ল্যানে পাবেন ১ জিবি ডেটা। মাত্র ৪ টাকা বেশি খরচেই মিলবে ৫০০ এমবি অতিরিক্ত ডেটা। আপনার নম্বরে জিও প্যাকটি চলছে,সেই একই ভ্যালিডিটি পাবেন এই প্ল্যানে। ২৯ টাকার প্রিপেড প্ল্যানে ২.৫ জিবি ডেটা পাবেন। এটি ডেটা বুস্টার প্যাক। ২৫ টাকা খরচ করলে পেয়ে যাবেন ২ জিবি ডেটা পাবেন। এছাড়াও জিওয়ের একাধিক প্রিপেড প্ল্যান আছে। বেশির ভাগ প্ল্যানেই আছে দৈনিক ভিত্তিতে। এই ১ জিবি, ২জিবি ডেটা প্ল্যানগুলি একদিনের আগে খরচ হয়ে যায়।