ছাড় পান না পুরুষ অভিনেতারাও, রক্তাক্ত জন, পিঠ জুড়ে আঁচড়ের দাগ! ঠিক কী হয়েছিল তাঁর সঙ্গে?
John Abraham: গ্ল্যামার দুনিয়ার চাকচিক্যের আড়ালে লুকিয়ে থাকে এক ভয়ংকর অভিজ্ঞতা— যার নাম ‘মবিং’ বা ভক্তদের অনিয়ন্ত্রিত ভিড়ের তাণ্ডব। সম্প্রতি অভিনেত্রী নিধি আগরওয়াল এবং সামান্থা রুথ প্রভুর সঙ্গে ঘটা অপ্রীতিকর ঘটনাগুলো ফের একবার তারকাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।
গ্ল্যামার দুনিয়ার চাকচিক্যের আড়ালে লুকিয়ে থাকে এক ভয়ংকর অভিজ্ঞতা— যার নাম ‘মবিং’ বা ভক্তদের অনিয়ন্ত্রিত ভিড়ের তাণ্ডব। সম্প্রতি অভিনেত্রী নিধি আগরওয়াল এবং সামান্থা রুথ প্রভুর সঙ্গে ঘটা অপ্রীতিকর ঘটনাগুলো ফের একবার তারকাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। এই আবহে মুখ খুললেন বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। শেয়ার করলেন জন আব্রাহামের সঙ্গে ঘটে যাওয়া এক শিউরে ওঠা অভিজ্ঞতার কথা।
এক সাক্ষাৎকারে চিত্রাঙ্গদা স্মরণ করেন তাঁর এবং জন আব্রাহামের অভিনীত ছবি ‘আই, মি অউর ম্যায়’-এর প্রচারের দিনগুলোর কথা। তিনি বলেন, “আমরা দিল্লির একটি কলেজে প্রচারে গিয়েছিলাম। স্টেজ থেকে নামার সময় হঠাৎই ভিড় বাড়তে শুরু করে। নিরাপত্তারক্ষীরা জনকে দ্রুত সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল। কিন্তু জন আমাকে একা ফেলে যেতে চাননি, তিনি আমাকে আগলে গাড়ির দিকে নিয়ে যাচ্ছিলেন। গাড়িতে বসার পর জন যখন তাঁর শার্ট খুললেন, আমি স্তম্ভিত হয়ে গেলাম। তাঁর পুরো পিঠ নখের আঁচড়ে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। ”
ছাড় পায় না পুরুষ অভিনেতারাও, জনের পিঠ জুড়ে আঁচড়ের দাগ! কী হয়েছিল?
পরেরবার পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হলে কী হবে? লেফটেন্যান্ট জেনারেল বললেন
বয়স্কদের ট্রেনের টিকিটে আবার ডিসকাউন্ট ফিরছে?
স্লো নেটওয়ার্ক? ২ মিনিটেই ইন্টারনেট ছুটবে ঘোড়ার গতিতে! কীভাবে জানুন
