Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jumbo Langcha: এক হাতে ধরা যাবে না এই ল্যাংচা!

Jumbo Langcha: এক হাতে ধরা যাবে না এই ল্যাংচা!

rahul Sadhukhan

|

Updated on: Jan 21, 2024 | 4:25 PM

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত মেলায় বই নয়, সবাই ব্যস্ত ল্যাংচা নিয়ে। কী এই ল্যাংচার বিশেষত্ব?

হাতিপোতা গ্রাম। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাসে রয়েছে এই গ্রামের কথা। একটু মনে করলেই মনে পড়ে যাবে এই গ্রামের কথা। হাতিপোতা গ্রামেই ছিল পার্বতীর শ্বশুরবাড়ি। শেষ জীবনে এখানেই পার্বতীর খোঁজে এসেছিলেন দেবদাস। এখনও অনেকেই খোঁজে আসছেন এই হাতিপোতা গ্রামে। তবে পার্বতীর খোঁজে নয়। ল্যাংচার খোঁজে। মানে?

শরৎচন্দ্রের স্মৃতিবিজড়িত গ্রাম। এই হাতিপোতা গ্রামে বছরের পর বছর ধরে চলে আসছে মেলা। নাম আবার দেবদাস স্মৃতি মেলা। এই মেলা অবশ্য সাহিত্যের মেলা নয়। তাই বইপ্রেমীরা ভিড় জমান না। ভিড় জমান ভোজনরসিকরা। আর সেই হরেক খাবারের আসরে সবার নজর কেড়ে নিয়েছে একটা জাম্বো সাইজের ল্যাংচা। একহাত দীর্ঘ এই ল্যাংচা। ওজন ১০ কেজি। দাম? ২০০০ টাকা।

 

কেনাকাটা দূরে থাক। এই অতিকায় ল্যাংচা দেখতে ভিড় জমাচ্ছেন দূর দূরান্ত থেকে মানুষজন।