Justice Abhijit Ganguly News: জলপাইগুড়ির ক্যাফেতে হঠাৎই হাজির বিচারপতি গঙ্গোপাধ্যায়, কেন?
অভিজিৎ গঙ্গোপাধ্যায় হঠাৎই কাজের পর হাজির এক ক্যাফেতে। এসে চুপচাপ বসলেন একটি টেবলে। অর্ডার দিলেন ফ্রায়েড মোমো। তারপর সোজা বইয়ের তাক থেকে নিলেন একটি বই। শুরু করলেন বই পড়া।
জলপাইগুড়িতে তখন সবে সন্ধে। শহরের ক্যাফে। নাম বই ঠেক খানা। যেখানে চা, স্ন্যাক্সের সহযোগে পড়া যাবে বই। কাটানো যাবে সময়। কিন্তু টেবলে বসে উনি কে? বড্ড চেনা।
তিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বিচারপতি হিসেবে উপস্থিত রয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হঠাৎই কাজের পর হাজির এক ক্যাফেতে।
এসে চুপচাপ বসলেন একটি টেবলে। অর্ডার দিলেন ফ্রায়েড মোমো। তারপর সোজা বইয়ের তাক থেকে নিলেন একটি বই। শুরু করলেন বই পড়া। প্রথমে কেউ বুঝতে পারেননি। চিনতে পারেননি। হঠাৎ নজর পড়তেই অবাক হয়ে যান ক্যাফের কর্মী থেকে বাকি ক্রেতারা।
এরপর টেবলে ফ্রায়েড মোমো পড়তেই খেতে খেতে বইয়ে মন দিলেন বিচারপতি। নিয়োগ দুর্নীতিতে বিচারপতির ভূমিকা নিয়ে রাজ্যবাসীর মধ্যে আলোচনা তুঙ্গে অনেকদিন ধরে। হাতের কাছে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে দেখতে পেয়েই এল সেলফির আবদার। আবদার মেটালেনও।