Malda News: রক্তারক্তি সালিশি সভা, অস্ত্র হাতে দাপাদাপি করল কারা?
Malda News Update: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত এলাকা। বচসা, হাতাহাতি এবং সবশেষে সংঘর্ষ। সালিশি সভাতেই কুপিয়ে খুন করা হল এক তৃণমূল কর্মীকে। ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন তৃণমূল কর্মী। কিন্তু কী কারণে বিবাদ? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফসলি জমি দিয়ে গাড়ি নিয়ে যাওয়াকে কেন্দ্র করে বুধবার বচসা বাঁধে এই দুই গোষ্ঠীর মধ্যে।
মালদহ: কালিয়াচকে রক্তারক্তি কাণ্ড। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত এলাকা। বচসা, হাতাহাতি এবং সবশেষে সংঘর্ষ। সালিশি সভাতেই কুপিয়ে খুন করা হল এক তৃণমূল কর্মীকে। ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন তৃণমূল কর্মী।
কিন্তু কী কারণে বিবাদ? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফসলি জমি দিয়ে গাড়ি নিয়ে যাওয়াকে কেন্দ্র করে বুধবার বচসা বাঁধে এই দুই গোষ্ঠীর মধ্যে। সেই বিবাদ মেটাতেই বৃহস্পতিবার এলাকায় সালিশি সভা করে আলোচনায় বসেছিল তাঁরা। কিন্তু বিবাদই বজায় রইল। ক্ষণিকের রক্তারক্তি কাণ্ড। হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করা হল এক তৃণমূল কর্মীকে।
Published on: Nov 28, 2025 10:02 AM
Latest Videos
