WITT 2024: যদি রাজনীতিতে আসতে চাই তাহলে বোধহয় এটাই সঠিক সময়: কঙ্গনা রানাওয়াত

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Feb 26, 2024 | 8:47 PM

দেশের সবথেকে বড় নিউজ নেটওয়ার্ক TV9 আয়োজন করেছে হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে কনক্লেভের। দ্বিতীয় দিনে, আমন্ত্রিত অতিথিদের তালিকায় ছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। TV9 নেটওয়ার্কের গ্লোবাল সামিট ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’র মঞ্চে ওটিটি প্ল্যাটফর্ম থেকে রাজনীতি– সোজাসাপটা উত্তর দিলেন কঙ্গনা।

Follow Us

দেশের সবথেকে বড় নিউজ নেটওয়ার্ক TV9 আয়োজন করেছে হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে কনক্লেভের। দ্বিতীয় দিনে, আমন্ত্রিত অতিথিদের তালিকায় ছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। TV9 নেটওয়ার্কের গ্লোবাল সামিট ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’র মঞ্চে ওটিটি প্ল্যাটফর্ম থেকে রাজনীতি– সোজাসাপটা উত্তর দিলেন কঙ্গনা। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাজনীতিতে প্রবেশের জল্পনা নিয়েই সোজাসুজি জবাব দিলেন কঙ্গনা রানাউত। বললেন, “রাজনীতিতে প্রবেশের এটাই সঠিক সময়।” অনুষ্ঠানে কঙ্গনাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি রাজনীতিতে পা দিতে চলেছেন? এর জবাবে বলিউড অভিনেত্রী হেসে বলেন, “এই ঘোষণা করার মঞ্চ এটা নয়”। এরপর তিনি বলেন, “যে কেউ দেশের উন্নয়নের জন্য রাজনীতিতে অংশ নিতে পারেন।  ব্যক্তিগতভাবে আমি দেশের জন্য কিছু করতে চাই। এর জন্য আমার কোনও টিকিটের প্রয়োজন নেই। আমার মতে, যদি আমি রাজনীতিতে প্রবেশ করতে চাই, তবে এটাই সঠিক সময়।”

দেশের সবথেকে বড় নিউজ নেটওয়ার্ক TV9 আয়োজন করেছে হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে কনক্লেভের। দ্বিতীয় দিনে, আমন্ত্রিত অতিথিদের তালিকায় ছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। TV9 নেটওয়ার্কের গ্লোবাল সামিট ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’র মঞ্চে ওটিটি প্ল্যাটফর্ম থেকে রাজনীতি– সোজাসাপটা উত্তর দিলেন কঙ্গনা। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাজনীতিতে প্রবেশের জল্পনা নিয়েই সোজাসুজি জবাব দিলেন কঙ্গনা রানাউত। বললেন, “রাজনীতিতে প্রবেশের এটাই সঠিক সময়।” অনুষ্ঠানে কঙ্গনাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি রাজনীতিতে পা দিতে চলেছেন? এর জবাবে বলিউড অভিনেত্রী হেসে বলেন, “এই ঘোষণা করার মঞ্চ এটা নয়”। এরপর তিনি বলেন, “যে কেউ দেশের উন্নয়নের জন্য রাজনীতিতে অংশ নিতে পারেন।  ব্যক্তিগতভাবে আমি দেশের জন্য কিছু করতে চাই। এর জন্য আমার কোনও টিকিটের প্রয়োজন নেই। আমার মতে, যদি আমি রাজনীতিতে প্রবেশ করতে চাই, তবে এটাই সঠিক সময়।”

Next Video