AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পড়ে আছে কন্ডোম, কসবার হোটেল রুমে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের সঙ্গে এ কী হল?

পড়ে আছে কন্ডোম, কসবার হোটেল রুমে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের সঙ্গে এ কী হল?

ঈপ্সা চ্যাটার্জী

|

Updated on: Nov 23, 2025 | 9:20 PM

Share

Chartered Accountant's Death: মৃত যুবকের সঙ্গে ছিলেন এক তরুণ ও তরুণী।  শনিবার ভোরে মহিলা ও একজন ব্যক্তি হোটেল থেকে বেরিয়ে যান। পরে হোটেলের কর্মী ওই রুমে ঢুকে দেখেন, মেঝেতে ওই যুবক মৃত অবস্থায় পড়ে রয়েছেন। তাঁর মাথায় আঘাতের চিহ্ন।

কলকাতার বুকে খুন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। কসবার হোটেল রুম থেকে উদ্ধার হল আদর্শ লোসালকা নামক ৩৩ বছরের এক যুবকের। বীরভূমের দুবরাজপুরে বাড়ি আদর্শের। পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। শনিবার কসবার হোটেল থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। কী করছিলেন ওই রুমে আদর্শ? জানা গিয়েছে অনলাইনে ওই হোটেল রুম বুক করা হয়েছিল।  চারতলায় দুটি রুম। মৃত যুবকের সঙ্গে ছিলেন এক তরুণ ও তরুণী।  শনিবার ভোরে মহিলা ও একজন ব্যক্তি হোটেল থেকে বেরিয়ে যান। পরে হোটেলের কর্মী ওই রুমে ঢুকে দেখেন, মেঝেতে ওই যুবক মৃত অবস্থায় পড়ে রয়েছেন। তাঁর মাথায় আঘাতের চিহ্ন। মৃতের পা বাঁধা অবস্থায় ছিল তোয়ালে দিয়ে। খুনের পর দেহ সরানো হয়েছিল বলে অনুমান পুলিশের।

Published on: Nov 23, 2025 08:34 PM