Khanakul Flood News: নতুন করে প্লাবিত গ্রাম
টানা বেশ কয়েকদিনের অবিরাম বৃষ্টি আর ডিভিসির ছাড়া জলে খানাকুলের বেশ কয়েকটি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে।জলমগ্ন হয়েছে একাধিক এলাকা। আবার বেশ কয়েকটি স্থানে নদী বাঁধে ফাটল দেখা দেওয়ায় গ্রামবাসীরাই তড়িঘড়ি তা মেরামতের চেষ্টা করেন।
টানা বেশ কয়েকদিনের অবিরাম বৃষ্টি আর ডিভিসির ছাড়া জলে খানাকুলের বেশ কয়েকটি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে।জলমগ্ন হয়েছে একাধিক এলাকা। আবার বেশ কয়েকটি স্থানে নদী বাঁধে ফাটল দেখা দেওয়ায় গ্রামবাসীরাই তড়িঘড়ি তা মেরামতের চেষ্টা করেন। আপাতত বালির বস্তা দিয়েই তা রোখা হয়। তবে নদীর জলের চাপ বাড়লে তা কতক্ষন টিকে থাকবে সেই নিয়েও আশংকা প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা।
সব মিলিয়ে পরিস্থিতি আরোও জটিল হচ্ছে। কারণ বৃষ্টি এক নাগারে হয়েই যাচ্ছে। খানাকুলের রঞ্জিতবাটি এলাকায় মুণ্ডেশ্বরীর জল ঢুকেছে। এর পাশাপাশি একাধিক গ্রামেও জল ঢুকে বিপত্তি ঘটিয়েছে। মাটির বাড়ি ধ্বসেছে। বহু মানুষকে নিরাপদ স্থানে নিয়েও যাওয়া হয়েছে। তবে ডিভিসির জল ছাড়ার পরিমান কমলে নদীতে জল আর বাড়বে না বলেই মনে করা হয়েছে প্রশাসন। খানাকুলের চিংড়া, পলাশপাই ১ ও ২, বলপাই, অরুন্ডা এলাকায় জল বেড়েছে। এদিকে পোল ১ ও ২ নং গ্রাম পঞ্চায়েতের বিস্তির্ণ এলাকায় জল বেড়েছে। মায়াপুর-গড়েরঘাট রুটেও জল উঠেছে।মারোখানা, পানশিউলি এলাকাও ভেসেছে রূপনারায়ন ও মুন্ডেশ্বরী নদীর জলে। তবে সব মিলিয়ে পরিস্থিতি কোন উন্নতি হয়নি। নীচু এলাকা থেকে অপেক্ষাকৃত উচু এলাকায় মানুষজনদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বেশ কয়েকটি ত্রাণ শিবিরে। খানাকুল ফুটবল মাঠে দুর্গাপুজোর প্যান্ডেলেও জল ঢুকেছে।