SIR: খোঁজ নেই বহু ভোটারের, বুথে নোটিস সাঁটালেন BLO-রা
SIR IN WB: খড়গপুর বিধানসভা এলাকায় এখনও বিলি হয়নি বহু ফর্ম। নির্বাচন কমিশন সূত্রে খবর, খড়গপুর শহরেই বিলি করা যায়নি কয়েকশো ফর্ম। এর মধ্যে তাল বাগিচা এলাকাতেই সিংহভাগ ভোটার এর হদিশ মেলেনি। ইতিমধ্যেই BLO রা তালিকা তৈরি করে পোস্টার সাটিয়ে দিয়েছেন এলাকায়।
খড়্গপুর: ২২৪ খড়্গপুর বিধানসভা এলাকায় খোঁজ নেই বহু ভোটারের বুথে নোটিস সাঁটালেন BLO-রা । এনুমারেশন ফর্ম ডিজিটাজেশন এর কাজ চলছে জেলা জুড়ে। নির্বাচন কমিশনের নির্ধারিত দিন অনুযায়ী কাজ শেষ করার দিন শেষ হয়ে আসছে । কিন্তু খড়গপুর বিধানসভা এলাকায় এখনও বিলি হয়নি বহু ফর্ম। নির্বাচন কমিশন সূত্রে খবর, খড়গপুর শহরেই বিলি করা যায়নি কয়েকশো ফর্ম। এর মধ্যে তাল বাগিচা এলাকাতেই সিংহভাগ ভোটার এর হদিশ মেলেনি। ইতিমধ্যেই BLO রা তালিকা তৈরি করে পোস্টার সাটিয়ে দিয়েছেন এলাকায়। রীতিমতো বিজ্ঞপ্তি দিয়ে জানতে চাওয়া হয়েছে আদেও এই এলাকায় এই ভোটাররা রয়েছেন কিনা।
Latest Videos

