AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Call Forwarding Scam: ফোনে আড়িপাতা বন্ধ করুন এভাবে

Call Forwarding Scam: ফোনে আড়িপাতা বন্ধ করুন এভাবে

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Dec 03, 2023 | 4:29 PM

Share

Fraud News: স্ক্যামাররা সহজেই স্মার্টফোন হ্যাক করে। একবার ফোন হ্যাক হলে আপনার সমস্ত কথাবার্তা স্ক্যামারদের কাছে চলে যায়। কীভাবে বুঝবেন যে আপনার ফোন থেকে কল ফরওয়ার্ড হচ্ছে কিনা। এর জন্য করতে হবে একটি সহজ কাজ।

স্ক্যামাররা সহজেই স্মার্টফোন হ্যাক করে। একবার ফোন হ্যাক হলে আপনার সমস্ত কথাবার্তা স্ক্যামারদের কাছে চলে যায়। কীভাবে বুঝবেন যে আপনার ফোন থেকে কল ফরওয়ার্ড হচ্ছে কিনা। এর জন্য করতে হবে একটি সহজ কাজ। ফোনের কলবুকে গিয়ে ডায়াল করুন *#61# । কল ফরওয়ার্ড সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে পাবেন সেখানে ভেসে ওঠা একটি পপ আপে। দেখতে পারবেন আপনার কোন কোন বিষয় ফরওয়ার্ড হয়ে যাচ্ছে। কলের মতো মেসেজ আর ডেটাও ফরওয়ার্ড হয়ে যায়। এই ধরনের সমস্যা বিপদে ফেলতে পারে। তাই এখনই এইসব সমস্যা থেকে বাঁচুন। যদি দেখেন আপনার ফোন থেকে কল মেসেজ ফরওয়ার্ড হচ্ছে তাহলে কীভাবে তা বন্ধ করবেন। ফোন বুক থেকে ডায়াল করুন #002# । তাহলেই আপনার কল ও মেসেজ ফরওয়ার্ডিং বন্ধ হয়ে যাবে। স্ক্যামারদের ফাঁদ থেকে সহজেই বাঁচতে পারবেন আপনি।