Lung Cancer: ফুসফুসের ক্যানসারের প্রাথমিক লক্ষণ চিনুন

Lung Cancer: ফুসফুসের ক্যানসারের প্রাথমিক লক্ষণ চিনুন

Nandan Paul

|

Updated on: Dec 18, 2023 | 4:01 PM

Lung Cancer: ফুসফুসের ক্যানসারের প্রথম লক্ষণ নাছোরবান্দা কাশি। অকারণে রোগীর ওজন কমে যায়। রোগীর পিছু নেয় ক্লান্তি।

শেষ দশকে হু হু করে বেড়েছে ফুসফুসের ক্যানসারের রোগী। ফুসফুসের ক্যানসারের প্রথম লক্ষণ নাছোরবান্দা কাশি। অকারণে রোগীর ওজন কমে যায়। রোগীর পিছু নেয় ক্লান্তি। সমস্যা আরও বাড়লে কাশির সঙ্গে রক্ত ওঠে। বুকে তীব্র ব্যথা হয়। গলা ভেঙে যায়। মেয়েদের থেকে পুরুষরা বেশি আক্রান্ত হন এই রোগে। ধূমপান আর বাতাসের দূষণ এই রোগের কারণ।

খাবারের কার্সিনোজেন থেকেও হয় ফুসফুসের ক্যানসার। এই লক্ষণের কিছুও দেখা গেলে চিকিৎসকের পরামর্শ নিন। চেস্ট এক্স রে, এফএনএসি বা ব্রঙ্কোস্কোপি করে রোগ নির্ণয় হয়। সময় থাকতে যদি ফুসফুসের ক্যানসার ধরা পড়ে তাহলে রোগীর সেরে ওঠার সম্ভাবনা বাড়ে। তাই চিকিৎসকেরা বলেন আর্লি ডিটেকশনের কথা। রোগী ও পরিবারের মানুষের সচেতনতা অনেক সময়ে নিশ্চিত প্রাণহানি রুখে দিতে পারে।

এই প্রতিবেদনটি সচেতনতা প্রসারের উদ্দেশ্যে। চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনে পরামর্শ নিন বিশেষজ্ঞ চিকিৎসকের।