Kolkata: ‘গাড়ি দাঁড় করালেই টেনে নেব’, বলে দিলেন মেয়র
Firhad Hakim: কলকাতার রাস্তার ধারে গাড়ি দাঁড় করানোর ছবি নতুন নয়। শহরের বিভিন্ন জায়গায় দেখা যায় এমন ছবি। এবার সেই পার্কিং নিয়ে নির্দেশিকা জারি করল কলকাতা পুরনিগম। দিল্লি বিস্ফোরণের পর সতর্কতা আরও বাড়ানো হয়েছে।
পুর কমিশনার সুমিত গুপ্তাকে অবিলম্বে নির্দেশিকা জারি করার নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। সকাল ৭টা থেকে সকাল ৯টা পর্যন্ত কলকাতা শহরে রাস্তার ধারে পার্কিং করা যাবে না। এছাড়া অনেক জায়গায় দেখা যায়, রাস্তার ধারে আনআইডেন্টিফায়েড বা দাবিদারহীন গাড়ি বছরের পর বছর ধরে পড়ে রয়েছে। তাতে ময়লা জমছে। সে ব্যাপারে পুলিশকে সতর্ক করা হয়েছে। দিল্লি বিস্ফোরণের পর সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
Latest Videos
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
