AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kunal Ghosh on Sohini Sarkar: ‘এই বাংলায় দীপাবলিরও মডেল হওয়া যায়’, সোহিনীকে প্রকাশ্যে খোঁচা কুণালের

Kunal Ghosh on Sohini Sarkar: ‘এই বাংলায় দীপাবলিরও মডেল হওয়া যায়’, সোহিনীকে প্রকাশ্যে খোঁচা কুণালের

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 26, 2024 | 11:48 PM

Share

আর কয়েক দিন বাদেই দীপাবলি। পুজোর আগে বিশেষ ফটোশুট করেছিলেন অভিনেত্রী সোহিনী সরকার। নায়িকার ছবি দেখে ফের খোঁচা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। ফেসবুকে লিখলেন,“এই বাংলায় দীপাবলীর মডেল কিন্তু হওয়া যায়! দেখে মুগ্ধ হলাম। ভারি সুন্দর।”

কুণালের খোঁচা

আর কয়েক দিন বাদেই দীপাবলি। পুজোর আগে বিশেষ ফটোশুট করেছিলেন অভিনেত্রী সোহিনী সরকার। নায়িকার ছবি দেখে ফের খোঁচা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। ফেসবুকে লিখলেন,“এই বাংলায় দীপাবলীর মডেল কিন্তু হওয়া যায়! দেখে মুগ্ধ হলাম। ভারি সুন্দর।”

খলনায়ক যিশু

অভিনেতা যিশু সেনগুপ্তকে নিয়ে আলোচনার শেষ নেই। তবে ইদানীং ব্যক্তিগত জীবনের জন্যই তাঁকে নিয়ে বেশি আলোচনা চলছিল। তবে এবার অবশ্য অন্য কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে যিশু। শোনা যাচ্ছে, শাকিব খানের আগামী ছবিতে খলনায়কের চরিত্রে যিশু।

আমিরের কাণ্ড

অভিনেতা আমির খানকে পারফেকশনিস্ট বলা হয়। সম্প্রতি তাঁর এক সহ অভিনেত্রী বললেন শুধু মাত্র শটের কনটিনিউইটির জন্য নায়িকাকে ৭ থেকে ৮ বার চুমু খেতে বলেছিলেন নায়ক।

পর্দায় ফিরছেন রম্ভা

প্রায় ১৪ বছর হয়ে গেল সিনেমা থেকে অনেক দূরে অভিনেত্রী রম্ভা। ব্যবসায়ীকে বিয়ে করে বিদেশে সংসার পেতেছিলেন অভিনেত্রী। শোনা যাচ্ছে, ডিভোর্স হচ্ছে নায়িকার। তারপরেই নাকি ফের পর্দায় দেখা যাবে তাঁকে।

মধুমিতার জন্মদিন

৩০ বছরে পা দিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। কিছু দিন আগেই প্রকাশ্যে এসেছে তাঁর প্রেমের গল্প। জন্মদিনে শহরের কোলাহল থেকে দূরে থাকার জন্য কেরলে ঘুরতে গেলেন নায়িকা। সৌরভ চক্রবর্তীর সঙ্গে ডিভোর্সের পর দীর্ঘ দিন সিঙ্গল ছিলেন অভিনেত্রী।

অভিষেকের প্রশংসা

ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে অভিষেক বচ্চনের সংসার নাকি ভাঙছে। তবে এরই মধ্যে নায়িকার প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা। বললেন ঐশ্বর্য খুবই যত্নশীল তাঁর প্রতি। তিনি শুটিংয়ে থাকলে সব সময় নায়িকা খোঁজ নেন যে তাঁর ঠিক মতো খাওয়া দাওয়া হয়েছে কিনা।

মালাইকার পাশে সলমন
চলতি বছরের শুরুর দিকে বিচ্ছেদ হয় মালাইকা অরোরা ও অর্জুন কপূরের। বিচ্ছেদের রেশ কাটিয়ে ওঠারা আগেই সৎবাবাকে হারান অভিনেত্রী। এই দুঃসময়ের খবর পেয়ে ছুটে আসেন প্রাক্তন স্বামী আরবাজ় খান। নিজের কাজ ফেলে মালাইকার সঙ্গে দেখা করতে এসেছিলেন সলমন খানও। সেই সময় তিনি মুম্বই শহরের বাইরে শুটিং করছিলেন। তবে, ভাইয়ের প্রাক্তন স্ত্রীর বিপদের দিনে পাশে এসে দাঁড়াতে বিলম্ব করেননি তিনি।

বড় পর্দায় ভিক্টর-মমতা
আর বাংলা ছবি পরিচালনা করবেন না, জানিয়েছিলেন প্রযোজক-পরিচালক অরিন্দম ভট্টাচার্য। ঝুলিতে একাধিক ছবি। অরিন্দমের তিক্ত অভিজ্ঞতার জন্ম ‘শিবপুর’ পরিচালনার সময়। তার পরেই তিনি ঠিক করেন, মুম্বইয়ে গিয়ে হিন্দি ছবি পরিচালনা করবেন। তবে এবার প্রযোজনায় অরিন্দম। তাঁর আগামী ছবিতে রহস্য-রোমাঞ্চ নয়, সম্পর্ক-প্রেম থাকবে। থাকবে পাহাড়ি অঞ্চল। আর থাকতে পারেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও মমতা শঙ্কর। তা-ও আবার জুটি বেঁধে!

পরিচালনায় ফিরছেন ইন্দ্রদীপ
সুরকার হিসেবে তিনি একটানা কাজ করে চলেছেন। কিন্তু, গত কয়েক বছরে পরিচালক হিসেবেও টলিপাড়ায় নিজের স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। শোনা যাচ্ছে, তিনি নতুন ছবির প্রস্তুতি শুরু করেছেন। ছবিতে অভিনেতা নির্বাচনও চমকপ্রদ। সূত্রের দাবি, ছবির মুখ্য চরিত্রে অভিনয় করবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং জীতু কমল।