Kunal Ghosh: শুভেন্দু অধিকারীকে ‘স্বপ্নের অভিধান’ কেনার পরামর্শ কেন দিলেন কুণাল?
আরজি কর প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও তীব্র কটাক্ষ কুণাল ঘোষের। ইতিমধ্যেই শুভেন্দু হাসপাতালে সিসিটিভি বসানোর সরকারি দরপত্র নিয়ে সরব হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। আর এই নিয়েই শুভেন্দু বিভ্রান্তিমূলক কথা ছড়িয়ে বেরাচ্ছেন, দাবি কুণালের
কলকাতা: আরজি কর-কাণ্ডে ফের মুখ খুললেন কুণাল ঘোষ। মুখ খুলেই আরও একবার জোর দিয়ে আরজি কর মামলায় ধৃত সঞ্জয় রাইকে মূল দোষী বলে দাবি কুণালের। ‘সঞ্জয় নিশ্চিত ফাঁসির আসামী। এই যে ধর্ষণ-খুন সেটা কলকাতা পুলিশও জানে সঞ্জয় রাই করেছে, সিবিআই জানে সঞ্জয় রাই করেছে, এমনকি সঞ্জয় রাইও জানে সঞ্জয় রাই করেছে’, মন্তব্য তৃণমূল নেতার। পাশাপাশি, কেন সঞ্জয় রাই আদালতে মুখ না খুলে বারবার আদালতের বাইরে মুখ খুলছে তারও যুক্তি বলে দেন কুণাল। কুণালের কথায়, ‘যে জানে সে ফাঁসির আসামী সে বিভ্রান্তি তৈরির জন্য যে কোনও কথা বলতে পারে’।
পাশাপাশি, এই আরজি কর প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও তীব্র কটাক্ষ কুণাল ঘোষের। ইতিমধ্যেই শুভেন্দু হাসপাতালে সিসিটিভি বসানোর সরকারি দরপত্র নিয়ে সরব হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। আর এই নিয়েই শুভেন্দু বিভ্রান্তিমূলক কথা ছড়িয়ে বেরাচ্ছেন, দাবি কুণালের। আর এই কাল্পনিক-বিভ্রান্তিমূলক কথা ছড়ানোর জন্য শুভেন্দু অধিকারীকে কলেজ স্ট্রিট থেকে স্বপ্নের অভিধান কিনে নেওয়ার পরামর্শও দেন তিনি।