AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lionel Messi: মেসির বিমার প্রিমিয়াম কত কোটি জানেন?

Lionel Messi: মেসির বিমার প্রিমিয়াম কত কোটি জানেন?

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Dec 17, 2025 | 5:58 PM

Share

Lionel Messi Insurance Premium: এই ধরনের বিমার প্রিমিয়াম সাধারণত বিমার মোট মূল্যের ০.৮ শতাংশ থেকে ২ শতাংশের মধ্যে হয়। যদি মেসির বিমার মূল্য ৯০০ মিলিয়ন ডলার বা ৮ হাজার ১০০ কোটি টাকা ধরা হয় তাহলে আনুমানিক ১ শতাংশ হিসাবে বার্ষিক প্রিমিয়াম হয় ৯ মিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় ৮১ কোটি টাকা।

মেসির ৯০০ মিলিয়ন ডলার বা প্রায় ৮ হাজার ১০০ কোটি টাকার বিমা রয়েছে। আর সেই বিমা সংস্থার শর্ত বলছে একমাত্র ক্লাব বা জাতীয় দলের হয়ে খেললেই নাকি সেই বিমার অর্থ পাবেন মেসি। নাহলে নয়। মেসির মতো খেলোয়াড়ের ক্ষেত্রে, এই বিমার অঙ্কটি তাঁর বেতন, স্পনসরশিপ ও ইমেজ রাইটস মিলিয়ে মোট যে টাকার অঙ্ক দাঁড়ায় তার উপর নির্ভর করে। আর সেই হিসেবেই কোটি কোটি ডলারের দায়ভার নেয় বিমা সংস্থাগুলি। খেলা সম্পর্কিত বিমার প্রিমিয়াম সাধারণত বিমার মোট মূল্যের ০.৮ শতাংশ থেকে ২ শতাংশের মধ্যে হয়। যদি মেসির বিমার মূল্য ৯০০ মিলিয়ন ডলার বা ৮ হাজার ১০০ কোটি টাকা ধরা হয় তাহলে আনুমানিক ১ শতাংশ হিসাবে বার্ষিক প্রিমিয়াম হয় ৯ মিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় ৮১ কোটি টাকা।

Published on: Dec 17, 2025 05:57 PM