Madan Mitra News: ‘এইসব তৃণমূল কাউন্সিলরদের কুকুর কামড়াবে’, রেগে গেলেন মদন
বৃহস্পতিবার কামারহাটির নজরুল মঞ্চে তৃণমূলের কর্মীসভায় ক্ষুব্ধ হয়ে উঠলেন স্থানীয় বিধায়ক মদন মিত্র। সভায় উপস্থিত ছিলেন পার্থ ভৌমিক, সৌগত রায়, নির্মল ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক তৃণমূল নেতা-নেত্রী। তবে পুরসভার একাধিক কাউন্সিলরের অনুপস্থিতি দেখে রাগে ফেটে পড়েন মদন মিত্র। তিনি বলেন, ‘‘অনেক কাউন্সিলর আছেন, যাঁরা পর পর পাঁচটি মিটিংয়ে অংশগ্রহণ করেননি! কী ভাবছেন, হরিদাস পাল? এখনই […]
বৃহস্পতিবার কামারহাটির নজরুল মঞ্চে তৃণমূলের কর্মীসভায় ক্ষুব্ধ হয়ে উঠলেন স্থানীয় বিধায়ক মদন মিত্র। সভায় উপস্থিত ছিলেন পার্থ ভৌমিক, সৌগত রায়, নির্মল ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক তৃণমূল নেতা-নেত্রী। তবে পুরসভার একাধিক কাউন্সিলরের অনুপস্থিতি দেখে রাগে ফেটে পড়েন মদন মিত্র।
তিনি বলেন, ‘‘অনেক কাউন্সিলর আছেন, যাঁরা পর পর পাঁচটি মিটিংয়ে অংশগ্রহণ করেননি! কী ভাবছেন, হরিদাস পাল? এখনই যদি গা থেকে তৃণমূলের জামাটা খুলে নেওয়া হয় এবং কাউন্সিলর পদটা সরিয়ে দেওয়া হয়, তা হলে পাড়ার কুত্তাটাও পায়ে কামড় দেবে।’’
এরপর তিনি আরও বলেন, ‘‘এর পর কামারহাটিতে এক দিন মিটিং ডাকতে বলব। কারা মিটিংয়ে আসবেন না, তার প্রতিযোগিতা করার জন্য। কান খুলে শুনে নিন, ২৪ ঘণ্টার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যদি ঘোষণা করে দেন কামারহাটিতে তৃণমূল বন্ধ করে দেওয়া হবে, বাড়িতে থাকতে পারবেন না। তৃণমূল নেতাদের পায়ে এসে পড়তে হবে।’’
সভায় তিনি অভিযোগ করেন, উপস্থিত ৪০ শতাংশ লোকজন তৃণমূল সরকারের দেওয়া চাকরি পেয়েছেন, তবুও দলীয় সভায় যোগ দেন না।
আর কী বললেন মদন মিত্র? দেখুন ভিডিয়ো।