“সাব্বির আলি পেটালে কি বিভেদের রাজনীতি হয়ে যায়? এবার থেকে আবিরকে দিয়ে মারাবো”: মদন মিত্র
সরস্বতী পুজোর মন্ডপে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মদন মিত্র বললেন, "সাব্বির বাচ্চা ছেলে, তরুণ"
“সাব্বির আলি পেটালে কি বিভেদের রাজনীতি হয়ে যায়?” সরস্বতী পুজোর মন্ডপে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রশ্ন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের। বললেন, “আমি আর সাব্বির রোজ একসাথে জিম করি।” কেন সাব্বির মেরেছে বলে কথা উঠছে তা ব্যাখ্যা করলেন বিধায়ক। পাশাপাশি বললেন, “এবার থেকে আবিরকে দিয়ে মারাবো।” দেখুন ভিডিয়ো