Madhuri Dixit Nene: তাও কী করে সেন্সর বোর্ডের অনুমতি পেল?

Madhuri Dixit Nene: তাও কী করে সেন্সর বোর্ডের অনুমতি পেল?

Nandan Paul

|

Updated on: Dec 18, 2023 | 12:10 PM

Madhuri Dixit Nene: বেটা ছবির গান 'ধক ধক করনে লাগা' ই নাকি পড়ে সেন্সর বোর্ডের কোপে। অভিযোগ ওই গানে মাধুরীর বুকের স্টেপ অশ্লীল। গানটির সঙ্গে যে নাচ তার কোরিওগ্রাফার ছিলেন সরোজ খান। মাধুরী দীক্ষিত ও অনিল কাপুরের ওপরে দৃশ্যায়িত হয় সেই গান। তারপর কী হল?

সিনেমায় কিছু কাজ আলাদা পরিচয় তৈরি করে। নাম দেয় কোনও অভিনেতার। হেমা মালিনীকে ‘ড্রিম গার্ল’ নামে ডাকা হয়। মাধুরী দীক্ষিতকে ‘ধক ধক’ গার্ল বলা হত। অথচ বেটা ছবির সেই গান ‘ধক ধক করনে লাগা’ ই নাকি পড়ে সেন্সর বোর্ডের কোপে। অভিযোগ ওই গানে মাধুরীর বুকের স্টেপ অশ্লীল। গানটির সঙ্গে যে নাচ তার কোরিওগ্রাফার ছিলেন সরোজ খান।

মাধুরী দীক্ষিত ও অনিল কাপুরের ওপরে দৃশ্যায়িত সেই গান। সেন্সর বোর্ড বলে তৎকালিন দর্শকদের জন্য উপযুক্ত নয় ওই গান। গানের কিছু অংশ বাদ দিতে পরামর্শ দেয় সেন্সর বোর্ড। বিশেষ করে মাধুরীর বুকের স্টেপ সেন্সর বোর্ডের মতে ছিল অশালীন। সেন্সর বোর্ডে তাঁর কোরিওগ্রাফির সাফাই দিতে হাজির হন সরোজ খান।

সেন্সর বোর্ডে ছিলেন এক সিন্ধি মহিলা। সেই মহিলা হিল জুতো পরেছিলেন। তাঁকে হাঁটতে বলেন সরোজ। সরোজ বলেন ‘হিল পরে হাঁটলে পশ্চাতদেশ বেশি নড়ে’। ‘নাচের দৃশ্যে মাধুরী হিল পরায় তাঁর শরীরী হিল্লোল উঠবে এটাই স্বাভাবিক’। সেন্সর বোর্ডের অনুমোদন পায় ‘ধক ধক করনে লাগা’।