e মাধ্যমিকের দু'দিন বাকি, গার্ড দেওয়ার লোক পাওয়া যাবে কি না, জানে না পর্ষদ - Bengali News | Madhyamik Exam may face problems as teachers working as BLOs | TV9 Bangla News
AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মাধ্যমিকের দু'দিন বাকি, গার্ড দেওয়ার লোক পাওয়া যাবে কি না, জানে না পর্ষদ

মাধ্যমিকের দু’দিন বাকি, গার্ড দেওয়ার লোক পাওয়া যাবে কি না, জানে না পর্ষদ

সুমন মহাপাত্র

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Updated on: Jan 31, 2026 | 2:03 PM

Share

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগেই জানিয়েছিলেন যে বিএলও নিয়োগ করার কথা রাজ্যকে জানানো হয়নি। মাধ্যমিক পরীক্ষা কীভাবে চলবে, তা নিয়ে আগেই সংশয় প্রকাশ করেছিল পর্ষদ। শিক্ষকদের যাতে কমিশনের কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়, সেই অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছিল পর্ষদের তরফে।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগেই জানিয়েছিলেন যে বিএলও নিয়োগ করার কথা রাজ্যকে জানানো হয়নি। মাধ্যমিক পরীক্ষা কীভাবে চলবে, তা নিয়ে আগেই সংশয় প্রকাশ করেছিল পর্ষদ। শিক্ষকদের যাতে কমিশনের কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়, সেই অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছিল পর্ষদের তরফে। পর্ষদের সেই চিঠিকে সমর্থনও জানিয়েছিলেন ব্রাত্য বসু। এবার ফের চিঠি দিল পর্ষদ।

শিক্ষকরা বিএলওর কাজ করলে মাধ‍্যমিক পরীক্ষায় গার্ড দেবেন কারা? প্রশ্ন তুলেছেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তাঁর দাবি, মাধ্যমিক পরীক্ষার সময় শিক্ষকদের পূর্ণ সময়ের জন্য় ছাড়তে হবে।