Abhishek Banerjee: সুজন-অধীরদের পিছনে ফেলে ‘জিতে’ গেলেন অভিষেক
ইতিমধ্যেই মতুয়াদের আন্দোলনে পৌঁছে গিয়েছেন বাম-কংগ্রেস। আর এবার ময়দানে তৃণমূল। মমতাবালা ঠাকুরের সঙ্গে আগেই কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর চিঠি নিয়ে অনশন মঞ্চে যান তৃণমূল কর্মীরা তারপরই সন্ধে অনশনের প্রত্যাহার নিল মতুয়া মহাসংঘ।
ভোট আসতেই মতুয়াদের নিয়ে শুরু হল রাজনীতি। ঘোলা জলে মাছ ধরতে শুরু করেছেন রাজনৈতিক নেতারা। সরকার থেকে বিরোধী সব পক্ষেরই একই বার্তা। আমি তোমারদের লোক। ইতিমধ্যেই মতুয়াদের আন্দোলনে পৌঁছে গিয়েছেন বাম-কংগ্রেস। গিয়েছেন সুজন চক্রবর্তী ও অধীর চৌধুরীরা। তবে লাভ কি আদৌ হল কিছু? কারণ, বাম-কংগ্রেসের পর ময়দানে নামে তৃণমূল। মমতাবালা ঠাকুরের সঙ্গে আগেই কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর চিঠি নিয়ে অনশন মঞ্চে যান তৃণমূল কর্মীরা তারপরই সন্ধে অনশনের প্রত্যাহার নিল মতুয়া মহাসংঘ। অর্থাৎ সুজন-অধীররা যা করতে পারলেন না তাই করলেন অভিষেক।
বস্তুত, এসআইআরের প্রতিবাদে অনশনে বসেছিলেন মতুয়াদের একাংশ। তাঁদের বক্তব্য, এসআইআর হলে অনেক মতুয়ার নাম বাদ যাবে। তারই প্রতিবাদে সরব হন মমতাবালাপন্থী মতুয়ারা। ঠাকুরবাড়িতে বড়মার ঘরের সামনে আমরণ অনশন শুরু হয়।
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
