AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee, ED: I-PAC-এর অফিসে মমতা, উপর থেকে নামল 'সরকারি ফাইল', কী আছে তার মধ্যে?

Mamata Banerjee, ED: I-PAC-এর অফিসে মমতা, উপর থেকে নামল ‘সরকারি ফাইল’, কী আছে তার মধ্যে?

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Jan 08, 2026 | 2:09 PM

Share

Mamata Banerjee, Enforcement Directorate: সাদা গাড়িতে থাকা ফাইলের উপর রয়েছে সরকারি ছাপ। একটি ফাইলে লেখা রয়েছে ফেব্রুয়ারি মাসও। পশ্চিমবঙ্গ সরকারের সেই সব ফাইল কেন গাড়িতে তোলা হল, বা কী রয়েছে সেই ফাইলে তা এখনও জানা যায়নি। যদিও সেই গাড়ি পাহারা দিচ্ছেন পুলিশকর্মীরা।

সল্টলেকের আইপ্যাক অফিসে ইডি তল্লাশি। সেখানে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। পাল্টা র‍্যাফ মোতায়েন করল পুলিশও। আর এই সবের মধ্যেই আইপ্যাকের অফিসের বেসমেন্টে রাখা একটি সাদা গাড়িতে তোলা হল কিছু ফাইল। সেই ফাইলের ছবি যখন সংবাদমাধ্যম তুলতে গেলে আটকানো হয় সংবাদমাধ্যমকে। ধাক্কাও মারা হয় টিভি নাইন বাংলার এক সাংবাদিককে।

সাদা গাড়িতে থাকা ফাইলের উপর রয়েছে সরকারি ছাপ। একটি ফাইলে লেখা রয়েছে ফেব্রুয়ারি মাসও। পশ্চিমবঙ্গ সরকারের সেই সব ফাইল কেন গাড়িতে তোলা হল, বা কী রয়েছে সেই ফাইলে তা এখনও জানা যায়নি। যদিও সেই গাড়ি পাহারা দিচ্ছেন পুলিশকর্মীরা। যদিও যাঁরা পাহারা দিচ্ছেন, তাঁরা নিজেদের সাধারণ পাবলিক বলে দাবি করছেন।

Published on: Jan 08, 2026 02:09 PM