India’s First village: ভারতের প্রথম গ্রাম মানা
মানা গ্রাম ভারত-তিব্বত সীমান্তে ‘ভারতের প্রথম গ্রাম’। উত্তরাখণ্ডের চামোলি জেলার এই গ্রামকে আগে ভারতের শেষ গ্রাম বলা হত। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই গ্রামকে ‘ভারতের প্রথম গ্রাম’ নাম দেন। সমুদ্রপৃষ্ঠ থেকে ১০,৫০০ ফুট ওপরে মানা। এখান থেকে বদ্রীনাথের দূরত্ব ৩ কিলোমিটার। চারিদিকে তুষারাবৃত পাহাড় আর দিগন্ত বিস্তৃত সবুজ উপত্যকার পটভূমিতে এই গ্রাম।
মানা গ্রাম ভারত-তিব্বত সীমান্তে ‘ভারতের প্রথম গ্রাম’। উত্তরাখণ্ডের চামোলি জেলার এই গ্রামকে আগে ভারতের শেষ গ্রাম বলা হত। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই গ্রামকে ‘ভারতের প্রথম গ্রাম’ নাম দেন। সমুদ্রপৃষ্ঠ থেকে ১০,৫০০ ফুট ওপরে মানা। এখান থেকে বদ্রীনাথের দূরত্ব ৩ কিলোমিটার। চারিদিকে তুষারাবৃত পাহাড় আর দিগন্ত বিস্তৃত সবুজ উপত্যকার পটভূমিতে এই গ্রাম।
অনেকে একে ভারতের প্রাচীনতম গ্রামও বলে থাকেন। কেউ বলেন পঞ্চ পাণ্ডবের জন্ম হয় এই গ্রামে। কেউ বলেন এই গ্রাম দিয়েই স্বর্গারোহণ করেন। এই গ্রাম থেকে যাওয়া যায় সরস্বতী নদী, তপ্ত কুন্ড জলপ্রপাত ও গাড়োয়ালের রানি নীলকণ্ঠ। আছে বেশ কিছু ট্রেকিং রুট। এখানকার সংস্কৃতি ও খাবারে ভারতীয় ও তিব্বতি সংস্কৃতি ও স্থাপত্যের প্রভাব আছে। এখানে আসা যায় দেরাদুন, হরিদ্বার ও ঋষিকেশ থেকে এখানে আসা যায়।
Latest Videos