World's Oldest Hotel: ৫২ প্রজন্ম ধরে চলছে বিশ্বের প্রাচীনতম হোটেল

World’s Oldest Hotel: ৫২ প্রজন্ম ধরে চলছে বিশ্বের প্রাচীনতম হোটেল

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 14, 2023 | 4:30 PM

জাপানে বিশ্বের প্রাচীনতম হোটেল। ৭০৫ সালে এই হোটেল চালু হয়। ১৩১২ বছরের প্রাচীন এই হোটেল। ফুজিওয়ারা মাহিতো শুরু করেন এই হোটেল। হোটেলের নাম নিশিয়ামা ওনসেন কিয়ুনকান স্পা হোটেল। প্রাচীনত্ব ও আভিজাত্যের কারণে হোটেলটি গিনেস বুকে স্থান করেছে।

জাপানে বিশ্বের প্রাচীনতম হোটেল। ৭০৫ সালে এই হোটেল চালু হয়। ১৩১২ বছরের প্রাচীন এই হোটেল। ফুজিওয়ারা মাহিতো শুরু করেন এই হোটেল। হোটেলের নাম নিশিয়ামা ওনসেন কিয়ুনকান স্পা হোটেল। প্রাচীনত্ব ও আভিজাত্যের কারণে হোটেলটি গিনেস বুকে স্থান করেছে। এই হোটেলের মালিকানা শুরু থাকে আজ পর্যন্ত রয়েছে মাহিতো পরিবারের হাতে।

পরিবারের ৫২তম জেনারেশন হোটেলটি পরিচালনা করছেন। এর মধ্যে হোটেলটি মেরামতি হয়েছে বেশ কবার। কোনওদিন বন্ধ হয়নি হোটেলের দরজা। এখানে আছে ৩৭টি ঘর ও হট স্প্রিং বাথের ব্যবস্থা। হোটেলটির খুব কাছে মাউন্ট ফুজি। পাহাড়, জঙ্গল ও নদীতে মোড়া হোটেলের নিসর্গ। এখানের খরচ ৪০৮ ডলার বা ৩৩,৬৩৮ টাকা। ৫২ টি প্রজন্ম কেটে গেছে তবু জনপ্রিয়তা এক চুলও কমেনি নিশিয়ামা ওনসেন কিয়ুনকান স্পা হোটেলের। এখনও এখানে ভিড় লেগেই থাকে।