SIR in Bengal: পড়ে রইল উনুন, খেলনা, জামাকাপড়… SIR চালু হতেই ওরা ‘গায়েব’

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 05, 2025 | 7:03 PM

SIR in Bengal: তৃণমূলের দাবি, এসআইআর চালু হওয়ার পর অনেকেই আতঙ্কে রয়েছেন। তবে বিজেপি বলছেন, ভয় শুধুই তৃণমূল পাচ্ছে, সাধারণ মানুষ খুশি। ভোটার কার্ড থাকা সত্ত্বেও নিউ টাউনের ঝুপড়ি বাসিন্দারা কেন পালাচ্ছেন, তা বোঝা যাচ্ছে না। স্থানীয় মানুষজন বলছেন, এসআইআর-এর ভয়ে।

এসআইআর চালু হতেই অনেক জায়গায় বদলে যাচ্ছে ছবি। ঝুপড়ি-বসতিতে পড়ছে তালা। তবে বিরোধীদের আশঙ্কাই সত্যি? সত্যিই কি বাংলাদেশিরাই ভরিয়ে রেখেছিল ওই সব ঝুপড়ি। নিউ টাউনে এরকমই একটি ঝুপড়ির ছবি দেখতে পৌঁছে গিয়েছিলেন TV9 বাংলার প্রতিনিধিরা। ক্যামেরায় ধরা পড়ল সেই ফাঁকা ঝুপড়ির ছবি।

একের পর এক বাড়িতে পড়েছে তালা। এলাকার বাসিন্দারা বলছেন, রাতের অন্ধকারে গা ঢাকা দিয়েছেন ওই বাসিন্দারা। অভিযোগ, বাংলাদেশ থেকে এসেছিলেন ওই বাসিন্দারা। ছিলেন প্রায় ৭-৮ বছর ধরে। এসআইআর চালু হওয়ার পর তাঁদের মধ্যে অনেকেই উধাও। এদিনও দেখা গেল মাঠের সংকীর্ণ পথ ধরে কীভাবে চলে যাচ্ছেন ওই বসতির বাসিন্দারা।