মাথায় ৫০ লাখের পুরস্কার, টিকিও পেত না কেউ! সেই জঙ্গলের ত্রাসের কী হল, জানেন?
Encounter: ২৬টি বড় মাপের সশস্ত্র হামলায় জড়িত থাকার অভিযোগ হিডমার বিরুদ্ধে। সবচেয়ে বড় হামলাটি চালিয়েছিল ২০১০ সালে, দান্তেওয়াড়ায়। আধাসামরিক বাহিনীর ৭৬ জন জওয়ান প্রাণ হারিয়েছিলেন সেই হামলায়। এরপরে ২০১৩ সালে ছত্তীসগঢ়ের ঝিরাম ঘাটিতে সশস্ত্র হামলা চালিয়ে ছত্তীসগঢ়ের কংগ্রেসের এক শীর্ষ নেতা সহ ২৭ জনকে হত্যা করেছিল মাওবাদীরা।
কেউ আত্মসমর্পণ করেছেন, কেউ গুলির লড়াইয়ে খতম হয়েছেন। কিন্তু মাওবাদী শীর্ষনেতার টিকিও পাওয়া যাচ্ছিল না এতদিন। তাঁর মাথার দাম ছিল ৫০ লক্ষ টাকা। কমপক্ষে ২৬টি সশস্ত্র হামলার নেতৃত্বে ছিলেন। অবশেষে সেই মাও শীর্ষনেতা মাধবী হিডমাকে খতম করল অন্ধ্র প্রদেশ পুলিশ। পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত আরও পাঁচ মাওবাদী। হিডমার মৃত্যুকে মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য হিসেবে দেখছে পুলিশ।
২৬টি বড় মাপের সশস্ত্র হামলায় জড়িত থাকার অভিযোগ হিডমার বিরুদ্ধে। সবচেয়ে বড় হামলাটি চালিয়েছিল ২০১০ সালে, দান্তেওয়াড়ায়। আধাসামরিক বাহিনীর ৭৬ জন জওয়ান প্রাণ হারিয়েছিলেন সেই হামলায়। এরপরে ২০১৩ সালে ছত্তীসগঢ়ের ঝিরাম ঘাটিতে সশস্ত্র হামলা চালিয়ে ছত্তীসগঢ়ের কংগ্রেসের এক শীর্ষ নেতা সহ ২৭ জনকে হত্যা করেছিল মাওবাদীরা। ২০২১ সালে সুকমা-বীজপুরে হামলায় নিরাপত্তা বাহিনীর ২২ জওয়ান প্রাণ হারান। সেই হামলাতেই মূল অভিযুক্ত ছিলেন এই হিডমাই।
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
