‘ঘরে টাকা-পয়সা ছিল, সব পুড়ে গেল…’, এক রাতে সর্বস্বান্ত হয়ে গেল ১০০ পরিবার
Kolkata Fire: চারিদিকে পোড়া আলমারি, খাট পড়ে রয়েছে। আর রয়েছে বাসিন্দাদের হাহাকার। সোনার গহনা থেকে শুরু করে জমানো টাকা-সবই পুড়ে গিয়েছে বিধ্বংসী আগুনে। এক মহিলা কাঁদতে কাঁদতে বলেন, "কিছু বের করতে পারিনি। ঘরে টাকা-পয়সা ছিল। সব পুড়ে গেল।"
বুধবার রাতে ভয়াবহ আগুন আনন্দপুরের নোনাডাঙা বস্তিতে। শীতের রাতে পুড়ে গেল একশো ঘর। রাতারাতি কয়েক ঘণ্টাতেই সব কিছু খোয়ালেন বস্তির বাসিন্দারা। সকালে গিয়ে দেখা গেল, শুধু ধ্বংসস্তূপ পড়ে রয়েছে। চারিদিকে পোড়া আলমারি, খাট পড়ে রয়েছে। আর রয়েছে বাসিন্দাদের হাহাকার। সোনার গহনা থেকে শুরু করে জমানো টাকা-সবই পুড়ে গিয়েছে বিধ্বংসী আগুনে। এক মহিলা কাঁদতে কাঁদতে বলেন, “কিছু বের করতে পারিনি। ঘরে টাকা-পয়সা ছিল। সব পুড়ে গেল। সিলিন্ডারগুলো বাইরে রেখেছিলাম, সেগুলোও চুরি করে নিয়ে চলে গিয়েছে”। আরেক বাসিন্দা বলেন, “যত ডকুমেন্ট ছিল, সব পুড়ে গিয়েছে। কেউ কিছু বের করে আনতে পারেনি।”
