আনন্দপুরে মোমো কারখানায় আগুন, ভিতরেই আটকে রইলেন কর্মীরা
Momo Factory Fire: শহরে ফের অগ্নিকাণ্ড। একটি মোমো কারখানায় বিধ্বংসী আগুন লেগেছে। জানা গিয়েছে, রুবির আরবানার পিছনে একটি ব্রান্ডেড মোমো ও কেক প্রস্তুতকারক সংস্থার ওয়ারহাউসে আগুন লাগে। নিমেষেই সেই আগুন ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১২টি ইঞ্জিন।
শহরে ফের অগ্নিকাণ্ড। একটি মোমো কারখানায় বিধ্বংসী আগুন লেগেছে। জানা গিয়েছে, রুবির আরবানার পিছনে একটি ব্রান্ডেড মোমো ও কেক প্রস্তুতকারক সংস্থার ওয়ারহাউসে আগুন লাগে। নিমেষেই সেই আগুন ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১২টি ইঞ্জিন। আগুন নেভানোর চেষ্টা চলছে। তবে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে আরও কিছুটা সময় লাগতে পারে বলেই খবর। অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও তিনজন। রবিবার রাত তিনটে নাগাদ রুবির পিছন দিকে, আনন্দপুরে নাজিরাবাদ রোড অবস্থিত একটি মোমো তৈরির কারখানায় আগুন লাগে। তিনটে নাগাদ আগুন লাগে। দ্রুত দমকলে খবর দেওয়া হয়।
Published on: Jan 26, 2026 12:25 PM
Latest Videos
আনন্দপুরে মোমো কারখানায় আগুন, ভিতরেই আটকে রইলেন কর্মীরা
বেহালায় TMC Vs BJP-র ধুন্ধুমার, দাউদাউ করে জ্বলল বিপ্লব দেবের মঞ্চ!
সমবায় সমিতির নির্বাচনেই তুমুল উত্তপ্ত নন্দীগ্রাম
'বাচ্চাটিকে উলঙ্গ অবস্থায় দেখতে পাই', মুখ খুললেন প্রত্যক্ষদর্শী মহিলা
