মোদী সরকারের বড় সিদ্ধান্ত, খরচ কমে যাবে আপনার মেডিক্লেমের
Mediclaim premium Cost: স্বাস্থ্যবিমায় জিএসটি শূন্য করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তারপরও বিমার খরচ কমল কই? উল্টে বিগত কয়েক মাস ধরেই ক্রমাগত দাম বাড়ছে স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের। একদিকে যেমন বাড়ছে চিকিৎসার খরচ, তেমনই ক্লেম মেটানোর ক্ষেত্রে অসঙ্গতি দেখা যাচ্ছে।
স্বাস্থ্যবিমায় জিএসটি শূন্য করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তারপরও বিমার খরচ কমল কই? উল্টে বিগত কয়েক মাস ধরেই ক্রমাগত দাম বাড়ছে স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের। একদিকে যেমন বাড়ছে চিকিৎসার খরচ, তেমনই ক্লেম মেটানোর ক্ষেত্রে অসঙ্গতি দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে এবার কঠোর হস্তক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। দেশের বিমা নিয়ন্ত্রক সংস্থা ইন্সুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথারিটি অব ইন্ডিয়া (Insurance Regulatory and Development Authority of India) বা আইআরডিএআই-র সঙ্গে বৈঠক করেছে ভারত সরকার। করা হতে পারে একাধিক পদক্ষেপ। প্রিমিয়ামের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া এবং এজেন্টদের কমিশনের উপর নিয়ন্ত্রণ আনা হল যার মধ্যে অন্যতম।
Published on: Nov 23, 2025 08:57 PM
Latest Videos
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
