Chaos in Yuva Bharati: সাড়ে ১১টায় ইন, ১১টা ৫২ মিনিটে আউট! পারদ চড়ল যুবভারতীর
Messi Left Yuva Bharati: এদিন মেসি যখন মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন সেই সময় মাঠের দিকে লক্ষ্য করে বোতল ছুড়ছিলেন আগত দর্শকরা। মেসির না থাকা, তাঁকে না দেখতে পাওয়া ঘিরে ক্ষোভ তৈরি হয়েছে আগত দর্শকদের মনে।
কলকাতা: নির্দিষ্ট সময় পর্যন্ত থাকলেন না মেসি। পূর্বপরিকল্পনা মোতাবেক যতটা সময় ধার্য করা হয়েছিল, তার আগেই যুবভারতী ক্রীড়াঙ্গন ছেড়ে বেরিয়ে গেলেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিয়োনেল মেসি। কিন্তু কেন? এদিন মেসি যখন মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন সেই সময় মাঠের দিকে লক্ষ্য করে বোতল ছুড়ছিলেন আগত দর্শকরা। মেসির না থাকা, তাঁকে না দেখতে পাওয়া ঘিরে ক্ষোভ তৈরি হয়েছে আগত দর্শকদের মনে।
কী কী অভিযোগ?
- মন্ত্রী-বিশিষ্টদের দিয়ে ঘিরে ধরে রাখা হয়েছে মেসিকে।
- দেখা মেলেনি তারকা ফুটবলারের।
- দেখা মেলেনি লুইস সুয়ারেজ়ের এবং রদ্রিগো ডি’পলেরও।
- মেসির অনুষ্ঠানে আয়োজক সংস্থার সম্পূর্ণ অব্য়বস্থাপনা।
Published on: Dec 13, 2025 03:07 PM
Latest Videos

