Metro Service: মেট্রোয় কী হচ্ছে? বৃহস্পতিবারের পর শনিবারেও থমকে গেল পরিষেবা
Kolkata Metro Service: আবার মেট্রো বিভ্রাট। সপ্তাহন্তে থমকে গেল মেট্রো পরিষেবা। ফের একবার মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। এবার এমজি রোড। বৃহস্পতিবারই নেতাজি স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি, যার জেরে কয়েক ঘণ্টার জন্য থমকে যায় মেট্রো পরিষেবা।
আবার মেট্রো বিভ্রাট। সপ্তাহন্তে থমকে গেল মেট্রো পরিষেবা। ফের একবার মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। এবার এমজি রোড। বৃহস্পতিবারই নেতাজি স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি, যার জেরে কয়েক ঘণ্টার জন্য থমকে যায় মেট্রো পরিষেবা। আজ, শনিবার ফের ব্যাহত হল মেট্রো পরিষেবা। এবার মহাত্মা গান্ধী স্টেশনে আত্মহত্যার চেষ্টা। আজ দুপুর ৩টে ৩১ মিনিট নাগাদ এমজি রোড মেট্রো স্টেশনের ডাউন লাইনে ঝাঁপ দিয়ে এত ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেন। যে সময় মেট্রো প্ল্যাটফর্মে ঢুকছিল, সেই সময়ই তিনি ঝাঁপ দেন। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এর জেরে থমকে যায় মেট্রো পরিষেবা। দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল করছিল। অন্যদিকে, শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল করছিল।
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
