Blue Line Metro Disruption: সুড়ঙ্গের মধ্য়েই থেমে গেল মেট্রো! কী হয়েছিল Blue Line-এ?
Kolkata Metro Disruption: জানা গিয়েছে, বিদ্য়ুৎ বিভ্রাটের জেরেই এই সমস্য়ার সূত্রপাত। বিদ্য়ুৎ সংক্রান্ত কোন একটি গোলযোগের কারণেই নেতাজি ভবন এবং রবীন্দ্র সদনের মাঝে সুড়ঙ্গে আটকে পড়ে মেট্রোটি। তারপর যাত্রীদের যেন তেন প্রকারেণ উদ্ধার করে নিয়ে আসা হয় নেতাজি ভবন স্টেশনে।
কলকাতা: চলন্ত মেট্রোতে নেমে এল অন্ধকার। সুড়ঙ্গের মধ্যেই থেমে গেল মেট্রো রেকগুলি। চিন্তায় পড়ে গেলেন ভিতরে থাকা যাত্রীরা। সবে সপ্তাহ শুরু হয়েছে, তাতে এমন ঝক্কি। মঙ্গলবার সকালটা শুরু হল ঠিক এই ভাবেই। সাতসকালে ব্লু লাইনে মেট্রো বিভ্রাট। নেতাজি ভবন এবং রবীন্দ্র সদনের মাঝে সুড়ঙ্গের মধ্য়েই থেমে গেল মেট্রো। বদ্ধ পরিবেশে উদ্বেগ তৈরি হল যাত্রীদের মনে। কিন্তু আচমকা বন্ধ হয়ে যাওয়ার কারণ কী?
জানা গিয়েছে, বিদ্য়ুৎ বিভ্রাটের জেরেই এই সমস্য়ার সূত্রপাত। বিদ্য়ুৎ সংক্রান্ত কোন একটি গোলযোগের কারণেই নেতাজি ভবন এবং রবীন্দ্র সদনের মাঝে সুড়ঙ্গে আটকে পড়ে মেট্রোটি। তারপর যাত্রীদের যেন তেন প্রকারেণ উদ্ধার করে নিয়ে আসা হয় নেতাজি ভবন স্টেশনে।

