লক্ষ লক্ষ নথি, সময়ে শেষ হবে ডিসক্রিপেন্সি শুনানি, প্রশ্ন উঠছে
চিঠিতে তাঁদের অভিযোগ, রাজ্যে ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ মামলার বিষয়ে কোনও স্পষ্ট লিখিত নির্দেশিকা না থাকায় তাঁরা গুরুতর প্রশাসনিক ও আইনি সমস্যার মুখে পড়ছেন তাঁরা। সূত্রের দাবি, পূর্ববর্তী SIR-এ যেসব ভোটারের সঙ্গে লিঙ্কেজ ছিল, তাঁদের অনেককেই নতুন করে ‘নো ম্যাপিং’ কেস হিসেবে ধরে শুনানির নির্দেশ দেওয়া হচ্ছে।
SIR সংশোধনে চাপে ব্লক স্তরের নির্বাচন আধিকারিকরা। মূলত রাজ্যের অ্যসিস্ট্যান্ট প্রোগাম অফিসারেরা সহকারি ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ AERO হিসাবে কাজ করছেন। আর তাঁরাই এ বার সিইও-কে চিঠি দিলেন। অস্পষ্ট নির্দেশে গণহারে ভোটার বাদ পড়ার আশঙ্কা করে তাঁদের এই চিঠি । চিঠিতে তাঁদের অভিযোগ, রাজ্যে ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ মামলার বিষয়ে কোনও স্পষ্ট লিখিত নির্দেশিকা না থাকায় তাঁরা গুরুতর প্রশাসনিক ও আইনি সমস্যার মুখে পড়ছেন তাঁরা। সূত্রের দাবি, পূর্ববর্তী SIR-এ যেসব ভোটারের সঙ্গে লিঙ্কেজ ছিল, তাঁদের অনেককেই নতুন করে ‘নো ম্যাপিং’ কেস হিসেবে ধরে শুনানির নির্দেশ দেওয়া হচ্ছে। প্রতিটি AERO-র উপর গড়ে ৩,০০০–৪,০০০টি মামলার বোঝা চাপানো হয়েছে।
তৃণমূলের নামে নথিভুক্ত গাড়িতে তোলা হল কোন কোন ফাইল?
I-PAC-এর অফিসে মমতা, উপর থেকে নামল 'সরকারি ফাইল', কী আছে তার মধ্যে?
মোটা-মোটা ফাইল তোলা হচ্ছে গাড়িতে,কী এমন আছে তাতে?
পার্থর বান্ধবী অর্পিতার মতো কারও বাড়িতে ৫১ কোটি পাবে না: শুভেন্দু

