Monkey Was Killed By Leopard: বাঁদর শিকারের জন্য, গাছ থেকে ঝাঁপ চিতাবাঘের!
Viral Video: একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি চিতাবাঘ বাঁদর ধরার জন্য গাছে উঠেছে। প্রাণে বাঁচার চেষ্টা করেও শেষ রক্ষা হল না বাঁদরটির।
একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে,একটি চিতাবাঘ বাঁদর ধরার জন্য গাছে উঠেছে। কিন্তু বাঁদর ধরা কী অত সহজ! চিতাবাঘটিকেও উঠতে হল গাছের একদম মগডালে। শিকার ধরার লোভে এক্কেবারে গাছের মগডাল থেকে ঝাঁপিয়ে পড়ল বাঁদরটির গায়ে। এমনকী ধরেও ফেলল সে। প্রাণে বাঁচার চেষ্টা করেও শেষ রক্ষা হল না বাঁদরটির। ভিডিয়োটি দেখে আপনি শিউরে উঠবেন। ভিডিয়োটি ভারতীয় বন পরিষেবা অফিসার সুশান্ত নন্দা পোস্ট করেছেন। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন,’চিতাবাঘ শুধুমাত্র সুবিধাবাদী নয় অসম্ভব ভাল শিকারীও’। এখনও পর্যন্ত ভিডিয়োটি ১ লাখ ২৮ হাজারেরও বেশি ভিউ পেয়েছে। একজন লিখেছেন,’বাঁদরটি ভাবতেও পারেনি চিতাবাঘটি ওভাবে গাছে গাছে লাফাতে পারবে’।
Published on: Apr 14, 2023 08:48 PM
Latest Videos