Jagadhatri Puja 2023: কিশোরীর হাতে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হন জগদ্ধাত্রী

চন্দননগরে জগদ্ধাত্রী প্রতিমার মুখসজ্জা চক্ষুদান করছেন বছর ষোলোর মৌপিয়া পাল। চন্দননগরের মৃৎশিল্পী মুক্তি পালের মেয়ে মৌপিয়া চন্দননগর কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দির স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী। পড়াশোনায় বরাবরই মেধাবী সে।করোনা লকডাউনের সময় সে অনেকটাই ছোটো সেসময় দুর্গা ঠাকুর তৈরী করতে বাবাকে সাহায্য করে। এখন বাবার হেল্পিং হ্যান্ড হয়ে উঠেছে মৌপিয়া।

Jagadhatri Puja 2023: কিশোরীর হাতে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হন জগদ্ধাত্রী
| Edited By: | Updated on: Nov 17, 2023 | 6:44 PM

কিশোরী মৌপিয়ার হাতের নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠে মা জগদ্ধাত্রী। চন্দননগরে জগদ্ধাত্রী প্রতিমার মুখসজ্জা চক্ষুদান করছেন বছর ষোলোর মৌপিয়া পাল। চন্দননগরের মৃৎশিল্পী মুক্তি পালের মেয়ে মৌপিয়া চন্দননগর কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দির স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী। পড়াশোনায় বরাবরই মেধাবী সে।করোনা লকডাউনের সময় সে অনেকটাই ছোটো সেসময় দুর্গা ঠাকুর তৈরী করতে বাবাকে সাহায্য করে। এখন বাবার হেল্পিং হ্যান্ড হয়ে উঠেছে মৌপিয়া।
আজ জগদ্ধাত্রী পুজোর চতুর্থী। তাই দম ফেলার সময় নেই বাপ বেটির। বাবা প্রতিমার সাজসজ্জা থেকে শাড়ি পড়ানো সব করছেন। মেয়ের তুলির টানে জেগে উঠছে প্রতিমার ত্রিনয়ন। মু্ক্তি পাল বলেন, এবছর ৪০ টি জগদ্ধাত্রী প্রতিমার বরাত পেয়েছেন তার মধ্যে চন্দননগরে ২০ টি। মেয়ে দশটি প্রতিমার চোক্ষু দান করছে। চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমার মুখের সৌন্দর্য অন্ততম আকর্ষণ। প্রতিমার চোখই সবার আগে নজর কাড়ে। সেই মুখ সজ্জার দায়িত্ব পালন করতে খারাপ লাগে না বলছে শিল্পী মৌপিয়া। বাবাকে সাহায্যের পাশাপাশি এই শিল্পকেই আগামী দিনে পেশা করতে চায় সে। মেয়ের ঝোঁক দেখে মেয়েকে আর্ট কলেজে পড়াবেন ঠিক করেছেন মুক্তি পাল। তার ছেলে কানাইলাল স্কুলের ছাত্র। মৃৎশিল্পে তার আগ্রহ নেই। মেয়ে চায় তার কাজকে এগিয়ে নিয়ে যেতে। চন্দননগরের গরবাটিতে ঠাকুর গোলা আছে এলাহাবাদেও দুর্গা ঠাকুর তৈরি করেন। মৌপিয়াকে সেখানেও নিয়ে গিয়েছেন দুর্গার চক্ষুদানে।

Follow Us: