Basirhat News: শ্রমিকের ঝুলন্ত দেহ
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ৪১ বছরের রামপ্রসাদ হালদারকে এদিন সকালে না দেখতে পেয়ে খোঁজখবর শুরু করেন। পাশাপাশি ঘরের পাশে দাঁড়িয়ে ডাকাডাকি করলেও তার কোন রকম সাড়াশব্দ না মেলায় খবর দেওয়া হয় হাড়োয়া থানায়। পুলিশ গিয়ে ঝুলন্ত অবস্থায় ৪১ বছরের রামপ্রসাদ হালদারকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
বসিরহাটের হাড়োয়া থানার কুলটি গ্রাম পঞ্চায়েতের চৌধুরীচক গ্রামের ঘটনা। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ৪১ বছরের রামপ্রসাদ হালদারকে এদিন সকালে না দেখতে পেয়ে খোঁজখবর শুরু করেন। পাশাপাশি ঘরের পাশে দাঁড়িয়ে ডাকাডাকি করলেও তার কোন রকম সাড়াশব্দ না মেলায় খবর দেওয়া হয় হাড়োয়া থানায়। পুলিশ গিয়ে ঝুলন্ত অবস্থায় ৪১ বছরের রামপ্রসাদ হালদারকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। কি কারণে ওই ব্যক্তি আত্মহত্যা করলেন? পারিবারিক বিবাদ অশান্তি? নাকি অন্য কোন কারণ রয়েছে? সমস্তটাই নজরে রেখেছে হাড়োয়া থানার পুলিশ। ব্যক্তির মৃত্যুতে পরিবারের পাশাপাশি চৌধুরীচক গ্রামের শোকের ছায়া নেমে এসেছে। জানা গিয়েছে ওই শ্রমিক কলকাতার লেদার কমপ্লেক্সে কাজ করতেন।