Birbhum News: বাড়িতে কেউ নেই, সুযোগ বুঝে…
রভূম, রামপুরহাট- বাড়িতে কেউ না থাকার সুযোগে তালা ভেঙ্গে সর্বস্ব চুরি করে নিয়ে গেলো দুষ্কৃতীরা। চুরি গেলো নগদ চার লক্ষ ত্রিরিশ হাজার টাকা ও ন'ভরি সোনার গহনা। চুরির ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানার বিনোদপুর মোড় সংলগ্ন একটি বাড়িতে।
বাড়িতে কেউ না থাকার সুযোগে তালা ভেঙ্গে সর্বস্ব চুরি করে নিয়ে গেলো দুষ্কৃতীরা। চুরি গেলো নগদ চার লক্ষ তিরিশ হাজার টাকা ও ন’ভরি সোনার গহনা। চুরির ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানার বিনোদপুর মোড় সংলগ্ন একটি বাড়িতে।
জানা গিয়েছে , বাড়ির মালিক মহম্মদ টুকটুক সাতদিন আগে বাড়িতে তালা বন্ধ করে পাঞ্জাবে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছেন। আজ সকালে প্রতিবেশীরা দেখতে পান বাড়ির দরজার তালা ভাঙ্গা। সিঁড়ির দরজার তালাও ভাঙা অবস্থায় রয়েছে। এরপর বাড়ির ভিতরে ঢুকে তারা দেখেন আলমারি ভেঙে দুষ্কৃতীরা বাড়িতে থাকা দুই মেয়ে বিয়ের ১৫ ভরি সোনা ও চার লক্ষ তিরিশ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরেরা চুরির ঘটনাটি সামনে আসতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। প্রতিবেশীদের কাছ থেকে চুরির বিষয়টি জানতে পেরে সিউড়ি থেকে গ্রামে আসেন বাড়ির ছোট মেয়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ।পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার মানুষ।