AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ab Meri Baari: এবার ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতের মুঠোয় আসবে চার চাকার গাড়ি! কীভাবে জানালেন অশোক গোয়েল

Ab Meri Baari: এবার ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতের মুঠোয় আসবে চার চাকার গাড়ি! কীভাবে জানালেন অশোক গোয়েল

TV9 Bangla Digital

| Edited By: সায়ম কৃষ্ণ দেব

Updated on: Aug 29, 2025 | 3:57 PM

Share

TATA Ace Pro: টাটা এসের সঙ্গে থ্রি-হুইলার অপারেটররা তাদের আয়ের বাইরে স্থিতিশীল, স্কেলযোগ্য ব্যবসার সুযোগ পাচ্ছে কীভাবে? তাই জানালেন অশোক গোয়েল।

অনেক ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে তিন-চাকার গাড়িই এতদিন ছিল জীবিকার একমাত্র ভরসা। বড় গাড়ির কেনার প্রয়োজন বা ইচ্ছা থাকলেও, ছিলনা সামর্থ্য। কিন্তু টাটা এস সেইসব উচ্চাকাঙ্ক্ষী উদ্যোক্তাদের দিচ্ছে উন্নতির সুযোগ। গড়ে দিচ্ছে গিগ ওয়ার্ক থেকে টেকসই ব্যবসায় বৃদ্ধির পথ।

উচ্চতর পে-লোড, সব ধরনের খাতে ব্যবহারযোগ্যতা এবং নির্ভরযোগ্য সার্ভিস নেটওয়ার্কের কারণে, টাটা এস অপারেটরদের আয়ের সুযোগ করে দিচ্ছে এফএমসিজি, ই-কমার্স, কিরানা সাপ্লাই, মাণ্ডি থেকে শুরু করে ইভেন্ট পর্যন্ত। এনবিএফসি-র মাধ্যমে সহজে থাকছে লোন পাওয়ার সুবিধা। মুদ্রা ও পিএমইজিপি’র মতো সরকারি প্রকল্প এই পরিবর্তনকে করে তুলছে আরও সহজলভ্য। পাশাপাশি, কম মেইনটেন্যান্স খরচ দীর্ঘমেয়াদি সাশ্রয় নিশ্চিত করছে সংস্থা। আসলে দেশের মানুষের অগ্রগতি না হলে দেশ উন্নতি করবে কীভাবে?

তাই তো অশোক গয়াল বলেন, “টাটা এস তিন-চাকার ড্রাইভারদের সুযোগ করে দিচ্ছে উন্নতির, কাজের বৈচিত্র আনতে এবং নানা প্ল্যাটফর্মে বৃদ্ধি পেতে — পোর্টার থেকে অ্যামাজন, আবার ফ্লিপকার্ট লজিস্টিক্স পর্যন্ত।” এবার তাঁরও বলবে ‘অব মেরি বারি’, এবার আমার পালা।