Sushmita Sen Gossip: সত্যিই বিচ্ছেদ হয়েছে তাঁদের, নাকি সবই স্টান্ট?
স্ত্রী চারু আসোপার সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে সুস্মিতা সেনের ভাই রাজীব সেনের। কিন্তু বিচ্ছেদের কিছু দিন পরেই স্ত্রীর সঙ্গে সেলফি শেয়ার তাঁর। আর তাতেই নেটিজেনদের কটাক্ষ, "আপনাদের এই নাটক যে আর নেওয়া যাচ্ছে না। সম্পর্কে আছেন নাকি নেই? খোলসা করে জানান।"
রাতপার্টিতে কার সঙ্গে সইফপুত্র
সইফ আলি খানের পুত্র ইব্রাহিম আলি খানের সঙ্গে বেশ কিছুদিন ধরেই ভাইরাল হচ্ছেন শ্বেতা তিওয়ারির কন্যা পলক তিওয়ারি। মাঝেমধ্যেই তাঁদের দেখা যায় ডিনার ডেটে। এবার মুম্বইয়ের রাতপার্টিতে মজলেন তাঁরা। বন্ধুদের সঙ্গে কাটানো সেই বিশেষ মুহূর্ত ফ্রেমবন্দি হতেই ভাইরাল সম্পর্কের জল্পনা।
জিতের নতুন ছবি
আসছে অভিনেতা জিতের নতুন ছবি ‘বুমেরাং’। অভিনয়ে থাকছেন সত্যম ভট্টাচার্যও। জুলাই মাস থেকেই শুরু ছবির শুটিং। তবে এবার আর অ্যাকশন-প্যাকড নয়, রমকম (romcom)-এই এবার নজর কাড়বেন অভিনেতা। যদিও বিপরীতে কোন অভিনেত্রী থাকছেন, তা রহস্যই থেকে গিয়েছে।
জল্পনায় কিয়ারা-কার্তিক
কিয়ারা আডবাণী ও কার্তিক আরিয়ান কিছুদিনের জন্যে হলেও সম্পর্কে ছিলেন। তবে সেসব এখন অতীত। বর্তমানে কিয়ারা বিবাহিত। তবে পর্দায় জুটি বেঁধেছেন সেই কার্তিকের সঙ্গেই। ছবির নাম ‘সত্য প্রেম কি কথা’। তারই প্রচারে এবার কিয়ারার জুতো হাতে দেখা গেল কার্তিককে। ভিডিয়ো সামনে আসতেই পুরোনো সম্পর্কের জল্পনা তুঙ্গে।
ট্রোলের জবাব শ্রুতির
সোশ্যাল মিডিয়ায় ভক্তদের প্রশ্নের উত্তর দিতে উপস্থিত হলেন শ্রুতি হাসান। এক ভক্ত অভিনেত্রীকে সপাট প্রশ্ন করে বসেন, তিনি কি মাদক সেবন করেন? উত্তরে কোনও রাখঢাক না করেই জানালেন, না, তিনি মাদক কেন, মদ্যপানও করেন না।
বিয়ের পিঁড়িতে রশ্মিকা?
রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোণ্ডাকে নিয়ে বহুদিন ধরেই সম্পর্কের জল্পনা তুঙ্গে। প্রায়শই বিজয়ের বাড়িতে দেখা যায় রশ্মিকাকে। এবার পরিবারের সঙ্গে ডিনারের ছবি সামনে আসতেই প্রশ্ন নেটপাড়ার, তবে কি শীঘ্রই বাজবে বিয়ের সানাই?
সুস্মিতা সেনের ভাইকে তুলোধনা
স্ত্রী চারু আসোপার সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে সুস্মিতা সেনের ভাই রাজীব সেনের। কিন্তু বিচ্ছেদের কিছু দিন পরেই স্ত্রীর সঙ্গে সেলফি শেয়ার তাঁর। আর তাতেই নেটিজেনদের কটাক্ষ, “আপনাদের এই নাটক যে আর নেওয়া যাচ্ছে না। সম্পর্কে আছেন নাকি নেই? খোলসা করে জানান।”
কাস্টিং কাউচের শিকার রাজীব
শুধু মহিলারাই নন, কাস্টিং কাউচের শিকার হন পুরুষ অভিনেতারাও। সম্প্রতি এই অভিযোগ নিয়েই মুখ খুলেছেন অভিনেতা রাজীব খান্ডেলওয়াল। তাঁর কথায়, “আমারও এ হেন অভিজ্ঞতা হয়েছে অতীতে।”
টিআরপির চার্ট
আরও এক বৃহস্পতিবার। আবারও টিআরপির চার্ট সামনে। এই সপ্তাহেও প্রথম ‘অনুরাগের ছোঁয়া’। দ্বিতীয় স্থানে ‘গৌরী এল’। আর তৃতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’। সব ধারাবাহিকেরই নম্বর বেড়েছে এই সপ্তাহে।
ফের চর্চায় নিখিল-সৌরসেনী
টলিপাড়ার গুঞ্জন বলছে, প্রেমে পড়েছেন নুসরত জাহানের প্রাক্তন পার্টনার নিখিল জৈন। থেমে নেই তাঁর জীবন। তাঁর শাড়ির ব্র্যান্ডের মডেলের সঙ্গেই নাকি একটা দীর্ঘ সময় ধরে প্রেম করছেন তিনি। প্রেমিকা নাকি সৌরসেনী মৈত্র। ইনস্টাগ্রামে নিখিল যে স্টোরি পোস্ট করেছেন, তাতে মোহময়ী নায়িকার উপস্থিতি। পরেছেন ঝলমলে শাড়ি। নিখিলের পোস্টে সৌরসেনীর আবির্ভাব আরও একবার উস্কে দিয়েছে প্রেমের জল্পনা।