Kanthi: ৭ দিনের মধ্যে জবাব তলব পুর ও নগরোন্নয়ন দফতরের
একাধিক অভিযোগ পেয়ে কাঁথি পৌরসভাকে শোকজ করল ফিরহাদ হাকিমের দফতর। সাত দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। যথাযথ উত্তর না পেলে কাঁথির পৌরবোর্ড ভেঙে দেওয়া হবে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
বিধানসভা নির্বাচনের আর মাস পাঁচেক বাকি। তার আগে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের কাঁথি পৌরসভার বিরুদ্ধে বড় পদক্ষেপ পৌর ও নগর উন্নয়ন দফতরের। একাধিক অভিযোগ পেয়ে কাঁথি পৌরসভাকে শোকজ করল ফিরহাদ হাকিমের দফতর। সাত দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। যথাযথ উত্তর না পেলে কাঁথির পৌরবোর্ড ভেঙে দেওয়া হবে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
Published on: Dec 17, 2025 04:53 PM
