‘মুর্শিদাবাদের নাম শুনলেই অ্যালার্জি হচ্ছে…ইউসূফ পাঠান কোথায়?’, গর্জে উঠলেন স্থানীয় বাসিন্দারা
Migrant Workers Death: উত্তপ্ত বেলডাঙা। ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্য়ুতে মুর্শিদাবাদে বিক্ষোভ-অবরোধ। ট্রেন অবরোধ করা হয়েছে। বিক্ষোভকারীরা বলেন, "বাংলায় কাজ নেই। বাইরে যেতে পারছি না। কাজের খোঁজে বাইরে গেলেই মারছে। ওড়িশায় মারছে, ঝাড়খণ্ডে মারছে।"
উত্তপ্ত বেলডাঙা। ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্য়ুতে মুর্শিদাবাদে বিক্ষোভ-অবরোধ। ট্রেন অবরোধ করা হয়েছে। বিক্ষোভকারীরা বলেন, “বাংলায় কাজ নেই। বাইরে যেতে পারছি না। কাজের খোঁজে বাইরে গেলেই মারছে। ওড়িশায় মারছে, ঝাড়খণ্ডে মারছে। যেই শুনছে বাংলা থেকে এসেছে, মুর্শিদাবাদ থেকে এসেছে, ওমনি মারছে। এই যে শ্রমিককে মারা হল, ওর পরিবার নেই?” আরেক যুবক বলেন, “মুর্শিদাবাদের নাম শুনলেই অ্যালার্জি হচ্ছে। আমরা কি দেশের অংশ নই? মুর্শিদাবাদ একটা ঐতিহাসিক জেলা, নবাবের জেলা। সেখানের মানুষদের সঙ্গে এমন অত্যাচার করা হচ্ছে কেন?”
