SIR-এ দুই স্ত্রীর সমান অধিকার দাবি স্বামীর, এনুমারেশন ফর্মে তো একজনেরই জায়গা..
Domkol: ডোমকলের রায়পুরের চোয়াপাড়ায় এসআইআর ফর্ম বিলি করতে গিয়ে বিড়ম্বনায় পড়লেন বিএলও। চোয়াপাড়ার শুকুর মণ্ডলের দাবি— ফর্মে দুই স্ত্রীরই নাম লেখার জায়গা থাকতে হবে। প্রথম জন মমতা বিবি ও দ্বিতীয় জন মর্জিনা বিবি— দু’জনই নিজেদের স্ত্রী হিসেবে নাম তোলার দাবিতে অনড়।
মুর্শিদাবাদ: দুই স্ত্রী! কিন্তু এনুমারেশন ফর্মে তো স্ত্রীর নাম লেখার জন্য একটাই জায়গা। সেই জায়গায় কার নাম বসবে? প্রথম না দ্বিতীয় জনের? দুই স্ত্রীই দাবি জানাচ্ছেন, তাঁরই নাম থাকবে এনুমারেশন ফর্মে! এবার বাধ্য হয়ে স্বামীও সেই আবদার করে বসলেন বিএলও-র কাছে। দুই স্ত্রীর নাম লেখার জায়গা দিতে হবে। মুর্শিদাবাদের ডোমকলে এসআইআর ফর্ম ঘিরে অদ্ভুত দাবি! ডোমকলের রায়পুরের চোয়াপাড়ায় এসআইআর ফর্ম বিলি করতে গিয়ে বিড়ম্বনায় পড়লেন বিএলও। চোয়াপাড়ার শুকুর মণ্ডলের দাবি— ফর্মে দুই স্ত্রীরই নাম লেখার জায়গা থাকতে হবে। প্রথম জন মমতা বিবি ও দ্বিতীয় জন মর্জিনা বিবি— দু’জনই নিজেদের স্ত্রী হিসেবে নাম তোলার দাবিতে অনড়।