সন্দেশখালিতে গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠ মুসা
শুক্রবার রাতে সন্দেশখালীর ন্যাজাট থানার রাজবাড়ি পুলিশ ফাঁড়ির সংলগ হুলো পাড়া এলাকায় রাতে আদালতের নির্দেশে মোসা মল্লার বাড়িতে পুলিশ গেলে পুলিশের উপর আক্রমণ চালানোর অভিযোগ ওঠে মোসা মোল্লা ও তাঁর দলবলের বিরুদ্ধে। আক্রান্ত হয় চার পুলিশ কর্মী ভাঙচুর করা হয় পুলিশ লেখা গাড়ি।
ন্যাজাটে পুলিশের উপর হামলা ও পুলিশ লেখা গাড়িতে ভাঙচুর করার ঘটনায় এবার গ্রেফতার মূল অভিযুক্ত মোসা মোল্লা। গ্রেফতার বেড়ে দাঁড়াল ১৩। গত শুক্রবার রাতে সন্দেশখালীর ন্যাজাট থানার রাজবাড়ি পুলিশ ফাঁড়ির সংলগ হুলো পাড়া এলাকায় রাতে আদালতের নির্দেশে মোসা মল্লার বাড়িতে পুলিশ গেলে পুলিশের উপর আক্রমণ চালানোর অভিযোগ ওঠে মোসা মোল্লা ও তাঁর দলবলের বিরুদ্ধে। আক্রান্ত হয় চার পুলিশ কর্মী ভাঙচুর করা হয় পুলিশ লেখা গাড়ি। সেই ঘটনায় শনিবার গ্রেফতার হয় ৯জন । গতকাল গ্রেফতার হয় ৩ জন । আজ মূল অভিযুক্ত মোসা মোল্লা গ্রেফতার হল।
Latest Videos
কাজের চাপেই মৃত্যু! ৪৮-এর সম্পৃতার পরিবারের বিস্ফোরক অভিযোগ
মতুয়াগড়ে অভিষেক, মতুয়া মহাসঙ্ঘের সঙ্গে প্রস্তুতি বৈঠক প্রশাসনের
মতুয়াদের একাংশকে নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে শান্তনু ঠাকুর
মালদহে বন্ধ হয়ে গেল উন্নয়নের পাঁচালির প্রচার, কারণ ঘিরে অস্বস্তিতে TMC

