SIR: আধার কার্ডে নাম ‘আদিল’, লিস্টে হয়ে গেল রাজেশ আলি, আতঙ্কে বিষ খেল ছেলে
SIR in Bengal: এসআইআর আতঙ্কে এবার আত্মহত্যার চেষ্টা মালদহে। লিস্টে বাবার নাম ভুল, আর তা দেখেই ভয় পেলে গেল ছেলে। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন।
আধার কার্ড ও ভোটার কার্ডে বাবার নাম ঠিকই ছিল, কিন্তু এসআইআর-এর আগে লিস্ট দেখেই আতঙ্ক ছড়ায়। ২০০২ সালের ভোটার তালিকায় মালদহের রাজেশ আলির বাবার নাম ছিল আদিল। আর এবার লিস্টে বাবার নাম হয়ে গিয়েছে রাজেশ আলি। এই দেখে দুশ্চিন্তায় বিষ খেল ছেলে!
মালদহের হরিশ্চন্দ্রপুরের ঘটনা। পরিবারের লোক আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। রাজ্যে এমন একাধিক মৃত্যুর ঘটনায় এসআইআর আতঙ্কের তত্ত্ব সামনে এসেছে। এই ইস্যুতে রাজনৈতিক তরজাও চলছে। বিরোধীদের দাবি, এগুলো সবই সাজানো। এমন কোনও আতঙ্ক নেই বলে দাবি বিজেপির।

