নন্দীগ্রাম দিবসে কড়া বার্তা শুভেন্দুর
নন্দীগ্রামে ভাঙ্গাভেড়া শহিদ মিনারে শহিদ স্মরণ সভায় দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ২০০৭ সালে ভূমি আন্দোলন করতে গিয়ে ৭ জানুয়ারি রাত জেগে পাহারা দেওয়ার সময় খেজুরি নন্দীগ্রাম সংযোগস্থল ভাঙাভেড়া ব্রিজের কাছে খেজুরির দিক থেকে সিপিআইএমের হার্মাদদের গুলিতে নিহত হয় ভরত মন্ডল শেখ , শেখ সেলিম, বিশ্বজিৎ মাইতি।
বুধবার নন্দীগ্রাম দিবসে শহিদ বেদীতে মাল্যদান করেন শুভেন্দু অধিকারী। সেখান থেকেই তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন তিনি। তিনি বলেন, ‘আসল পরিবর্তন আনতে হবে।’
নন্দীগ্রামে ভাঙ্গাভেড়া শহিদ মিনারে শহিদ স্মরণ সভায় দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ২০০৭ সালে ভূমি আন্দোলন করতে গিয়ে ৭ জানুয়ারি রাত জেগে পাহারা দেওয়ার সময় খেজুরি নন্দীগ্রাম সংযোগস্থল ভাঙাভেড়া ব্রিজের কাছে খেজুরির দিক থেকে সিপিআইএমের হার্মাদদের গুলিতে নিহত হয় ভরত মন্ডল শেখ , শেখ সেলিম, বিশ্বজিৎ মাইতি।
তারপর থেকেই ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে প্রতি বছর ৭ জানুয়ারি ভোরে ভাঙ্গাভেড়ায় শহিদ স্মরণ করে তৃণমূল কংগ্রেস। ২০২০ সালে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরে তৃণমূল এবং বিজেপি দুই দল আলাদা আলাদাভাবে এই শহীদ স্মরণ সভা করছে।
