বিজেপিকে ভোট দিলে ভাতায় কোপ? হুমকি TMC নেত্রীর
Nandigram: স্বাভাবিকভাবেই নেতার এহেন বক্তব্যে উঠেছে রাজনৈতিক তরজা। পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি পরিচালিত দুই গ্রাম পঞ্চায়েত বাকচা ও গজিনা এলাকায় গত তিনমাস ধরে এলাকার মহিলা রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন না বলে অভিযোগ।
পূর্ব মেদিনীপুর: বিজেপিকে ভোট দিলে ময়নার মত নন্দীগ্রামেও লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে। সামাজিক মাধ্যমে তৃণমূল নেত্রী ও গ্রামপঞ্চায়েত সদস্যার এমন পোস্ট ঘিরে শুরু হয়েছে বিতর্ক। কোন পরিপ্রেক্ষিতে এই কথা উনি বলেছেন, সেটা বোঝা দরকার, অস্বস্তি এড়াতে সাফাই তৃণমূল জেলা নেতৃত্বর। কিন্তু স্বাভাবিকভাবেই নেতার এহেন বক্তব্যে উঠেছে রাজনৈতিক তরজা। পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি পরিচালিত দুই গ্রাম পঞ্চায়েত বাকচা ও গজিনা এলাকায় গত তিনমাস ধরে এলাকার মহিলা রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন না বলে অভিযোগ।
Latest Videos
