Delhi Assembly Election 2025: দিল্লির দাঙ্গা ও হাতছাড়া সংখ্যালঘুদের ভোট ব্যাঙ্ক, ডুববে কেজরিওয়ালের তরী?
২০২০ সালে দিল্লির দাঙ্গা। এক সপ্তাহে রাজধানীর বুকে প্রাণ গেছে ২৭ জনের। ২৭ জন। কিন্তু কেজরিওয়াল? তিনি বরাবর যা করেন ঠিক সেটাই করলেন। ব্লেম গেম। পুলিশ তাঁর হাতে নেই। মুখ্যমন্ত্রীর কি কোনও দায় বর্তায় না? মনে আছে, কেজরিওয়াল নির্ভয়া-কাণ্ডের পর শীলা দীক্ষিতকে কাঠগড়ায় তুলেছিলেন। নিজের বেলায় শুধু ভুলে গেলেন সেই কথা। শাহিনবাগের সেই CAA বিরোধী আন্দোলনকেও কিন্তু হাওয়া দিয়েছিলেন সেদিন কেজরিওয়ালই।
প্রথম থেকেই ভারতের রাজনীতিতে সংখ্যালঘু মানুষরা ভোট ব্যাঙ্ক হিসেবে কাজ করে। বিশেষ করে বেশ কয়েক বছরের ভোটের ট্রেন্ড তেমনই আভাস দেয়। যা কি না বিজেপির কাছে বড়সড় চ্যালেঞ্জ। ওয়াকিবহাল মহল মনে করেছিল, সংখ্যালঘুদের এই ভোটই হবে কেজরিওয়ালের তুরুপের তাস। তবে সমস্ত জল্পনাকে ফুৎকারে উড়িয়ে দিল নির্বাচনের ফলাফল। ২০২০ সালে দিল্লির দাঙ্গা। এক সপ্তাহে রাজধানীর বুকে প্রাণ গেছে ২৭ জনের। ২৭ জন। কিন্তু কেজরিওয়াল? তিনি বরাবর যা করেন ঠিক সেটাই করলেন। ব্লেম গেম। পুলিশ তাঁর হাতে নেই। মুখ্যমন্ত্রীর কি কোনও দায় বর্তায় না? মনে আছে, কেজরিওয়াল নির্ভয়া-কাণ্ডের পর শীলা দীক্ষিতকে কাঠগড়ায় তুলেছিলেন। নিজের বেলায় শুধু ভুলে গেলেন সেই কথা। শাহিনবাগের সেই CAA বিরোধী আন্দোলনকেও কিন্তু হাওয়া দিয়েছিলেন সেদিন কেজরিওয়ালই। পাঁচ বছরের পুরনো বিভীষিকার স্মৃতি কাটিয়ে দিল্লির অন্যতম অনুন্নত সীলমপুর এলাকায় ভোটের ইস্যু মানুষের রুটি-রুজি, কর্মসংস্থান, সর্বোপরি এলাকার ন্যূনতম পরিকাঠামো উন্নয়ন। দাঙ্গার কথা সচেতন ভাবে এড়িয়ে যাচ্ছেন সাধারণ মানুষ। কিন্তু সদ্য স্কুল ছেড়ে বেরিয়ে আসা প্রথম ভোটাররা এখনও ভুলতে পারেনি সেদিনের ভয়ঙ্কর দিনের কথা।