Stock Market, Nifty Next 50: সামান্য বাড়ল নিফটি ৫০ ও সেনসেক্স, ধসে গেল নিফটি নেক্সট ৫০ সূচক!
Stock Market: আজ ৯৭ পয়েন্ট পড়েছে নিফটি ব্যাঙ্ক। ৭৮১ পয়েন্ট পড়েছে বিএসই স্মলক্যাপ সূচক। ৯৩৪ পয়েন্ট পড়েছে নিফটি নেক্সট ৫০ সূচকও।
আজ মার্চের ২৫ তারিখ, ৯৭ পয়েন্ট পড়েছে নিফটি ব্যাঙ্ক। ৭৮১ পয়েন্ট পড়েছে বিএসই স্মলক্যাপ সূচক। ৯৩৪ পয়েন্ট পড়েছে নিফটি নেক্সট ৫০ সূচকও। অন্যদিকে আজ ৪৮৯ পয়েন্ট বেড়েছে নিফটি আইটির সূচক।
গোটা মাসের তুলনায় আজ সেভাবে বাড়েনি ভারতের দুই বেঞ্চমার্ক সূচক। মাত্র ১০ পয়েন্ট বেড়েছে নিফটি ৫০। অন্যদিকে, ৩২ পয়েন্ট বেড়েছে সেনসেক্স।
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।
Latest Videos