West Bengal Nipah Scare: ভেন্টিলেশনে ২ নিপা আক্রান্ত, মুখ্যমন্ত্রী মমতাকে ফোন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর!
Nipah in West Bengal: তবে বিরল রোগ হওয়ার কারণে তাতেই চিন্তার মেঘ দেখা দিয়েছে বাংলার আকাশে। সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও স্বাস্থ্য সচিব স্বরূপ নিগম জানিয়েছেন, দু'জন আক্রান্ত চিহ্নিত করা গিয়েছে। বারাসতের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের। কল্যাণী এইমসের ল্যাবরেটরি থেকে এই দুই আক্রান্তের শরীরে নিপা ভাইরাস টেস্টের মাধ্যমে চিহ্নিত করা গিয়েছে।
বাংলায় ছড়িয়েছে নিপা আতঙ্ক। নয়া ভাইরাসের জ্বরে কাবু হয়েছে বাঙালি মন। আক্রান্তের সংখ্যা খুব একটা নয়। তবে বিরল রোগ হওয়ার কারণে তাতেই চিন্তার মেঘ দেখা দিয়েছে বাংলার আকাশে। সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও স্বাস্থ্য সচিব স্বরূপ নিগম জানিয়েছেন, দু’জন আক্রান্ত চিহ্নিত করা গিয়েছে। বারাসতের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের। কল্যাণী এইমসের ল্যাবরেটরি থেকে এই দুই আক্রান্তের শরীরে নিপা ভাইরাস টেস্টের মাধ্যমে চিহ্নিত করা গিয়েছে।
কী কী সতর্কতা?
সব বাদুড় নিপা ছড়ায় না। জানা গিয়েছে ফ্রুট ব্যাট নামে এক বিশেষ প্রজাতির বাদুড়ের দেহরস থেকেই এই নিপা ভাইরাস মানুষের দেহে প্রবেশ করে। কিন্তু কী ধরনের সংস্পর্শে একজন নিপা ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারেন? চিকিৎসকরা বলছেন, ওই বিশেষ প্রজাতির বাদুড়ের দ্বারা ঠোকরানো বা মুখ দেওয়া ফল এবং খেজুরের রস থেকে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভবনা সবচেয়ে বেশি।

