VIP Car Siren: এবার সাইরেনে সঙ্গীত
ভিআইপি গাড়িতে বিশেষ প্রোটকল থাকে। সাইরেন, হুটার আলো নিরাপত্তা বেষ্টনীর চেনা অঙ্গ। এবার কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি এই শব্দের পরিবর্তে অন্যয় কিছু আনার প্রস্তাব দিয়েছেন। মন্ত্রীর ভাবনায় সাইরেনের পরিবর্তে তবলা, শঙ্খ, বাঁশির মতো ভারতীয় যন্ত্রের শব্দ। নীতিন গডকরি ভিআইপি গাড়িতে সাইরেন বন্ধ করতে চান। সাধারণ মানুষকে শব্দ দূষণ থেকে নিষ্কৃতি দিতেই এই পরিকল্পনা।
ভিআইপি গাড়িতে বিশেষ প্রোটকল থাকে। সাইরেন, হুটার আলো নিরাপত্তা বেষ্টনীর চেনা অঙ্গ। এবার কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি এই শব্দের পরিবর্তে অন্যয় কিছু আনার প্রস্তাব দিয়েছেন। মন্ত্রীর ভাবনায় সাইরেনের পরিবর্তে তবলা, শঙ্খ, বাঁশির মতো ভারতীয় যন্ত্রের শব্দ। নীতিন গডকরি ভিআইপি গাড়িতে সাইরেন বন্ধ করতে চান। সাধারণ মানুষকে শব্দ দূষণ থেকে নিষ্কৃতি দিতেই এই পরিকল্পনা। সম্প্রতি ট্রাক ড্রাইভারদের কথা মাথায় রেখে ট্রাক কেবিন বাতানুকূল করার প্রস্তাব দিয়েছেন নীতিন গডকরি। ২০২৫ থেকে এই নিয়ম বাধ্যতামূলক করা হবে। যানবাহনের সুরক্ষা নিয়ে কঠোর কেন্দ্রীয় সরকার। পিছনের সিটেও বাধ্যতামূলক করা হয়েছে সিট বেল্ট। সড়ক দুর্ঘটনা কমাতে গতিবেগে রাশ টানতে চলেছে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রক। স্পিড অ্যালার্ট সিস্টেম, এয়ারব্যাগ, সিট বেল্ট জাতীয় সুরক্ষা ব্যবস্থা নিয়ে কঠোর সড়ক ও পরিবহন মন্ত্রক।