AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BDO অফিসে ভাঙচুরে অনুশোচনা নেই, উল্টে BJP-র ঘাড়েই দোষ দিলেন ফরাক্কার বিধায়ক

BDO অফিসে ভাঙচুরে অনুশোচনা নেই, উল্টে BJP-র ঘাড়েই দোষ দিলেন ফরাক্কার বিধায়ক

ঈপ্সা চ্যাটার্জী

|

Updated on: Jan 25, 2026 | 2:19 PM

Share

Manirul Islam: বিডিও অফিসে তাণ্ডবের পরও ছাড় মনিরুল ইসলামকে। প্রশাসন কোনও এফআইআর না করলেও, বিজেপি এবার মনিরুলের বিরুদ্ধে এফআইআর দায়ের করল। পাল্টা বিজেপির ঘাড়ে দায় চাপিয়েছেন ফরাক্কার বিধায়ক। বিডিও অফিসে তাণ্ডব চালিয়েও তাঁর মধ্যে একটুও অনুশোচনা নেই।

বিডিও অফিসে তাণ্ডবের পরও ছাড় মনিরুল ইসলামকে। প্রশাসন কোনও এফআইআর না করলেও, বিজেপি এবার মনিরুলের বিরুদ্ধে এফআইআর দায়ের করল। পাল্টা বিজেপির ঘাড়ে দায় চাপিয়েছেন ফরাক্কার বিধায়ক। বিডিও অফিসে তাণ্ডব চালিয়েও তাঁর মধ্যে একটুও অনুশোচনা নেই।

বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে এফআইআর করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। সেই ডেডলাইন পার হয়ে যায়। পুলিশ সূত্রে খবর, তাদের কাছে কোনও অভিযোগ যায়নি এখনও। তাই কোনও এফআইআরও দায়ের হয়নি। প্রশ্ন উঠছে, কমিশনের নির্দেশ কেন এভাবে অমান্য করা হচ্ছে? এই নির্দেশ প্রসঙ্গে মনিরুল আগেই বলেছেন, “আইন আইনের পথে চলবে বিচার ব্যবস্থার পথ খোলা আছে।”